বেসন কিনতু শুধু রান্নাতেই নয়, ত্বকের যত্নেও কাজে আসে,, ত্বকের জন্য বেসন খুব উপকারী একটি উপাদান….. এটি ব্যবহারে মুখে প্রাকৃতিক উজ্জ্বলতা আসে। বেসন ত্বককে এক্সফোলিয়েট করতে সাহায্য করে। ত্বকের ময়লা দূর করতে সাহায্য করে। গভীরভাবে ত্বকের ছিদ্রে জমে থাকা ময়লা পরিষ্কার করতে এর জুড়ি নেই। নিয়মিত বেসন ব্যবহার ত্বক কোমল ও উজ্জ্বল হয়।
বেসন দিয়ে রূপচর্চা
ত্বকের যত্নে বেসনের উপকারিতা….
বেসন আপনার ত্বকের প্রাকৃতিক জেল্লা ফিরিয়ে দিতে সাহায্য করে। বেসনে নানা উপকারী ভিটামিন আছে। ভিটামিন বি২ এবং বি১২ আছে। সহজেই মুখে বয়সের ছাপ পড়তে দেয় না। ত্বক খুব ভালো থাকে।
আরোও পরুন,
How To Remove Pimple Scars: ত্বকের ব্রণের দাগ দূর করার উপায়
** বেসন দিয়ে তৈরি স্ক্রাব, ত্বককে হাইড্রেটেড রাখতে সাহায্য করে।
** এটি আপনার ত্বককে সতেজ করে তোলে।
** বেসন আপনার ত্বকে যেমন ক্লিনজার হিসেবে কাজ করে।
** বেসন ত্বকের জেল্লা ধরে রাখতে সাহায্য করে।
বেসন দিয়ে ফর্সা হওয়ার উপায়
১) বেসন এবং ভিটামিন ই ক্যাপসুল: একটি পাত্রে ২ চামচ বেসন নিন। এতে ভিটামিন ই ক্যাপসুল মেশান,,, এবার স্ক্রাবটি মুখে এবং ঘাড়ে লাগিয়ে সার্কুলার মোশনে ম্যাসাজ করুন। এই স্ক্রাব ত্বকে লাগিয়ে রাখুন ১৫ মিনিট। তারপর পরিষ্কার করুন।
তৈলাক্ত ত্বকের জন্য বেসনের ফেসপ্যাক
২) বেসন এবং চিনির ফেস স্ক্রাব: একটি পাত্রে 2 চামচ বেসন নিন। এতে গুড়ো চিনি মেশান। দুটো উপাদান দিয়ে স্ক্রাব দিয়ে ত্বকে ভালো করে ম্যাসাজ করুন। অন্তত দশ মিনিট রেখে দিন। তারপর ধুয়ে ফেলুন।
৩) বেসন এবং এলোভেরা: ত্বকের জন্য বেশ প্রয়োজনীয় এই স্ক্রাব। এটি বানাতে একটি পাত্রে ২ চামচ বেসন নিন। এতে জেল করুন। এবার এতে সামান্য জল দিন। মিশ্রণটি ভাল করে মিশিয়ে নিন, তাহলেই স্ক্রাব তৈরি হয়ে যাবে। এই স্ক্রাব দিয়ে ত্বক ম্যাসাজ করে নিন। কয়েক মিনিট ম্যাসাজ করলেই হবে।
আরোও পড়ুন,
Toner For Oily Skin: গরমে ত্বকের চাই বেস্ট টোনার