Spread the love

ত্বকের জেল্লা ধরে রাখার জন্য রাতের স্কীন কেয়ার রুটিনটি খুবিই প্রয়োজনীয়….. তখন মুখের লাবণ্য নিজেই দেখতে পাবেন। কিন্তু কীভাবে যত্ন নিতে হবে, তা কি জানেন? এই স্কিন কেয়ার রুটিন মেনে চলুন প্রতি রাতে।

কিন্তু নিজেকে ভালো রাখা ও সুন্দর রাখা খুব জরুরি। নিজেকে ভালো রাখার অন্যতম ধাপ হল একটি সুন্দর স্কিনকেয়ার রুটিন মেনে চলা। তাই আপনাকেও সেদিকে একটু নজর রাখতেই হবে। এই জন্য প্রতি রাতে শুতে যাওয়ার আগে ত্বকের সামান্য যত্ন(Skincare Routine) নিতেই হবে আপনাকে।

IMG_20240416_121823-edited Night Skin Care Routine: ত্বক সতেজ রাখতে রাতের স্কীন কেয়ার রুটিন

তৈলাক্ত ত্বকের স্কীন কেয়ার রুটিন

১. সকালের রুটিন:সকালে উঠে আর কোনো কাজ আগে না করে, ব্রাশ করেই ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিবেন।

২. দ্বিতীয় ধাপ- সিরাম প্রয়োগ করুন:মুখ হালকা করে মুছে শুধুমাত্র তিন ফোঁটা সিরাম নিন এবং সারা মুখে লাগান। চোখের নিচে এটি নিতেও ভুলবেন না।

আরোও পড়ুন,

Gram Flour Face Pack :গরমে ত্বকের জেল্লা ফেরাতে বেসনের ৩ ফেসপ্যাক

৩. ফেস মাসাজ করুন: দিনে যদি টাইম না পান তবে ​নাইট স্কিনকেয়ার রুটিনে যদি এই স্টেপটি যোগ করতে পারেন, তবে উপকার পাবেনই। প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে অন্তত ২-৩ মিনিট ফেস মাসাজ করা প্রয়োজন।

রাতের প্রাকৃতিক স্কীন কেয়ার রুটিন

৪. হাতে পরিমাণ মতো অ্যালোভেরা জেল নিয়ে ভালো করে মুখে লাগিয়ে নিন। হাতের তালুর চাপে ধীরে ধীরে ফেস মাসাজ করুন। এতে মুখের রক্ত সঞ্চালন ভালো হবে।

৫. পঞ্চম ধাপ- ময়শ্চারাইজেশন:আপনার পুরো মুখ এবং ঘাড় ভাল ভাবে ময়শ্চারাইজ করুন।

রাতে শুতে যাওয়ার আগে নিয়মিত স্কীন কেয়ার করুন

৬. চোখের নীচে সিরাম প্রয়োগ করুন:এক ফোঁটা সিরাম নিন এবং চোখের নীচে আলতো করে প্রয়োগ করুন।

৭. সপ্তম ধাপ- নাইট ক্রিম প্রয়োগ করুন: এরপর রাতে ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই নাইট ক্রিম ব্যবহার করবেন,,ভাল করে হাতে ঘষে নিয়ে মুখে লাগান।

আরোও পড়ুন,

Vitamin E Capsules For Face: গরমে রূপচর্চায় ভিটামিন ই ক্যাপসুলের ব্যবহার

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *