বেলা যত বাড়ে, সূর্যের তেজ যেনো তত বৃদ্ধি পায়… এই গরমে শরীরের পাশপাশি কিনতু ত্বকেরও যত্ন নেওয়া প্রয়োজন। স্বাস্থ্যকর খাবার, সঠিক খাবার বাছাইয়ের পাশাপাশি ত্বক ও চুলেরও সমান যত্ন নেওয়া দরকার। গরম পড়লেই ত্বকের হাল খারাপ হতে শুরু করে। ত্বকের ধরন যেমনই হোক, গরমে শরীরের মতো ত্বকও ক্লান্ত হয়ে পড়ে। ত্বকের জেল্লা পর্যন্ত হারিয়ে যায়,, কাকের গায়ের মতো শরীরের রং হয়ে যায়….তাই এই মরসুমে ত্বকের প্রয়োজন বাড়তি যত্ন। গরমে যতটা সম্ভব কম মেকআপ করাই শ্রেয়। গরমের ত্বকের যত্নের টিপস্ নীচে তুলে ধরা হলো…..
গরমের রূপচর্চা
১. ক্লিনজ়ার: কাজ থেকে ত্বকের টাইপ অনুযায়ী ক্লিনজ়ার ব্যবহার করা অত্যন্ত জরুরি। গ্রীষ্মকালীন রূপটানের প্রথম ধাপ হল ক্লিনজ়িং। তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে ক্লিনজ়ার ব্যবহার করা দরকার। এর ফলে ত্বকের কোষে জমে থাকা তেল এবং ময়লা দূর হয়ে যায়।
২. টোনার: গরমে শুধু ক্লিনজ়ার মাখলে চলবে না। টোনারও ব্যবহার করতে হবে। টোনার মাখলে ত্বক ভিতর থেকে আর্দ্রতা পায়।
গরমে ত্বকের জেল্লা ধরে রাখার উপায়
৩. ময়েশ্চারাইজ়ার: শীতের মতো গরমেও ত্বক অত্যধিক শুষ্ক হয়ে ওঠে। ত্বকের মসৃণতা ধরে রাখতে ময়েশ্চারাইজ়ার ব্যবহার করা বাধ্যতামূলক। সেক্ষেত্রে আপনি লাইট কোনো ময়েশ্চারাইজ়ার অ্যাপ্লাই করতে পারেন।
গরমে ত্বক উজ্জ্বল করার উপায়
৪. হাইড্রেট থাকার চেষ্টা করুন: প্রতিদিন পর্যাপ্ত জল পান না করলে ত্বক রুক্ষ ও শুষ্ক দেখাবে। পর্যাপ্ত জল পান করা আপনার শরীরকে প্রয়োজনীয় আর্দ্রতা বাড়িয়ে তোলে।
৫. সপ্তাহে দুবার এক্সফোলিয়েট করুন
আরোও পড়ুন,
Ice Water For Skin Care: গরমে ত্বকের যত্নে আইস ওয়াটার