Skin type test at home : ‘ত্বক শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ। ত্বক আমাদের সন্দর্জ্য বজায় রাখে…জীবাণু, ক্ষতিকর উপাদান থেকে রক্ষা করে এবং শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণেও সাহায্য করে। এবার কথা হলো –ত্বকের ধরন বোঝার উপায় কি?’ সাধারণত ৪ ধরনের ত্বক আমরা দেখে থাকি। নরমাল, শুষ্ক, তৈলাক্ত এবং সেনসিটিভ। কিছু মানুষের আবার মিশ্র ত্বক বা কম্বিনেশন স্কিন-ও থাকতে পারে। সময়ের সাথে সাথে আবার ত্বকের ধরন বদলে যায়।
- স্কিন টাইপ টেস্ট
- ত্বকের স্তর কয়টি ও কি কি
- সেনসিটিভ স্কিন কাকে বলে
বয়স, জলবায়ু, হরমোনের সাথে ত্বকের ধরণ বদলায়। এছাড়াও গর্ভাবস্থায় কিংবা যদি আপনার PCOS বা হাইপারথাইরয়েডিজম থাকে তাহলে ত্বকের ধরন পরিবর্তিত হতে পারে। আপনি মুখে যে ধরনের প্রোডাক্ট ব্যবহার করেন সেটা কি না জেনেই ব্যবহার করেন??? কোনো কিছু ব্যবহার করার আগে অবশ্যই আপনার জানতে হবে আপনার ত্বকের ধরণ কি????
আপনার ত্বকের ধরন জেনে নেওয়ার পরই কোনোরকম প্রোডাক্ট ব্যবহার করা শুরু করবেন। নয়তো ত্বকের যত্ন নেওয়ার বদলে পক্ষান্তরে ত্বকের ক্ষতিও হয়ে যেতে পারে।
ত্বকের ধরন বোঝার উপায় কি?
১. নরমাল ত্বক–
- নরমাল ত্বক খুব বেশি শুষ্ক নয় আবার খুব বেশি তৈলাক্ত নয়।
- খুব বেশি সেনসিটিভ হবে না।
- অল্প বিস্তর দাগ থাকতে পারে।খুব বেশি উজ্জ্বল হবে না।
২.শুষ্ক ত্বক —রাফ স্কিন লালচে আভা
- ছোট ছোট দাগ
- ডার্ক সার্কেল
- ত্বকে খুসকির ভাব দেখতে পাওয়া
৩.তৈলাক্ত ত্বক —
- বড় বড় গর্ত তৈরি হতে পারে ব্ল্যাকহেডস,
- ব্রণ অথবা কিছু খুঁত হতে পারে।
- সময়ের সাথে সাথে তৈলাক্ত ভাব কমে যেতে পারে।
- আবহাওয়া পরিবর্তনের সাথে স্কিন টোনেও পরিবর্তন আসতে পারে।
৪. সেনসিটিভ ত্বক–
- সেনসিটিভ বা সংবেদনশীল ত্বক একটুতেই লাল হয়ে জ্বালা করে, চুলকোয়, ত্বকে র্যাশ বেরোয়।
- ফলে সংবেদনশীল ত্বকের মালকিনেরা যে কোনও স্কিনকেয়ার প্রডাক্ট মাখতে পারেন না।
- গরম পোশাক থেকেও ত্বকে প্রদাহ হতে পারে।
আরোও পড়ুন,
How To Make Flaxseed Gel For Hair Growth: চুলের যত্নে তিসির ব্যবহার, চুলের যত্নে তিসির তেল