Spread the love

তৈলাক্ত ত্বকের যত্ন রুটিন : যাঁদের তৈলাক্ত ত্বক, তাঁদের যেন সমস্যা একটু বেশিই হয় । সুন্দর করে মেকআপ করার পর কিছুক্ষণ পর মুখ আবার সেই তেলতেলে, চিটচিটে। কি বাজে টাই লাগে,,,,

বাইরের ধুলা-ময়লা তৈলাক্ত ত্বকে আটকে গিয়ে দেখা দেয় নানা সমস্যা। এর মধ্যে ব্রণের সমস্যা সবচেয়ে বেশি। তৈলাক্ত ত্বকের যত্নে বাইরের রাসায়নিকসমৃদ্ধ প্রসাধনীর চেয়ে প্রাকৃতিক উপাদানগুলো বেশি কার্যকর। আসুন জেনে নিই প্রাকৃতিক উপাদানে ঘরোয়াভাবে তৈরি কিছু ফেসপ্যাক সম্পর্কে, যা তৈলাক্ত ত্বকের তেলতেলে ভাব দূর করে,–

ত্বক তৈলাক্ত হওয়ার কারণ —ত্বকে থাকা সেবাসিয়াস গ্রন্থি থেকে অতিরিক্ত সিবাম উৎপাদনের জন্য ত্বক তৈলাক্ত হয় । সিবাম হলো চর্বি দিয়ে তৈরি একটি তৈলাক্ত পদার্থ যার কাজ ত্বককে রক্ষা এবং ময়েশ্চারাইজ করা –অত্যাধিক সিবাম ত্বকের ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্রে আটকে জমে যেতে পারে এবং এতে ব্রণ হতে পারে।

মুখের তৈলাক্ত ভাব দূর করার ঘরোয়া উপায়

মধু:মধু জীবাণু প্রতিরোধ করে এবং ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। ব্রণ এবং তৈলাক্ত ত্বকে সরাসরি মুখের ওপর মধু ও গোলাজল মিশিয়ে মাখুন। প্রায় ১০ মিনিট অপেক্ষা করে, মধু শুকিয়ে গেলে ঠাণ্ডা জল দিয়ে ভালোভাবে মুখ ধুয়ে ফেলুন।

পুরুষের মুখের তৈলাক্ত ভাব দূর করার উপায়

ডিমের সাদা অংশ এবং লেবু:লেবু তেল শোষণ করতে সাহায্য করে। এছাড়াও, লেবুর অ্যান্টিব্যাক্টেরিয়াল ক্ষমতাও আছে।ডিম লেবুর প্যাক বানাতে ১টি ডিমের সাদা অংশে ১চা চামচ লেবু রস মেশান। এবারে, এটি আপনার মুখে লাগিয়ে নিন এবং শুকিয়ে না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। শুকিয়ে গেলে হালকা মুখ ধুয়ে নিন।

তৈলাক্ত ত্বক ফর্সা করার উপায়

লেবুর রস ও টমেটো রস তৈলাক্ত ত্বকের যত্নে লেবু সবচেয়ে ভালো ঘরোয়া উপাদান, লেবুতে উপস্থিত সাইট্রিক অ্যাসিড তৈলাক্ত ত্বকের তেল নিয়ন্ত্রণ করে ,,

,১ টেবিল চামচ তাজা লেবুর রসের সঙ্গে সমপরিমাণ টমেটো রস একসঙ্গে মিশিয়ে গাঢ় লিকুইড তৈরি করুন । এই লিকুইড ত্বকে লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন। ১৫ মিনিট পর ঠান্ডা জল দিয়ে আপনার ত্বক ধুয়ে ফেলুন।

এই প্যাক ব্যবহারে ত্বকে ব্রণ কমে আসবে, ব্রণের দাগ হালকা হতে শুরু করবে এবং আপনার ত্বকও উজ্জ্বল হবে।

নাকের তৈলাক্ততা দূর করার উপায়

ঘৃতকুমারী বাঁ অ্যালোভেরা:অ্যালো ভেরা ত্বকের শুষ্কতা প্রতিরোধ করে। স্নানের আপনার মুখে পাতলাভাবে ঘৃতকুমারী প্রয়োগ করুন ৩০ পর্যন্ত রেখে দিন। ত্বক টানটান হওয়া শুরু করলে ধুয়ে ফেলুন।।

টমেটো:ত্বকে অতিরিক্ত তেল এবং ত্বকের ছিদ্রগুলোতে ময়লা জমে বন্ধ হয়ে গেলে সেগুলো পরিষ্কার করতে টমেটো সাহায্য করে।

টমেটো দিয়ে একটি এক্সফলিয়েটিং মাস্ক তৈরি করতে ১টি টমেটোর রসের সঙ্গে ১ চা চামচ চিনি মিশান। এরপর গালের ওপর বৃত্তাকারভাবে ম্যাসেজ করুন এবং ৫ মিনিটের জন্য রেখে দিন। তারপর ভালোভাবে মুখ ধুয়ে নিন। শেষে একটি ভালো মানের মশ্চারাইজার ব্যাবহার করুন।।

আরোও পড়ুন,

Skin Care Tips : দীপাবলীর আগের দিন রাতে মুখের জেল্লা ফেরান ঘরোয়া উপাদান দিয়ে

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *