Spread the love

এই গরমে ত্বকের সকল সমস্যা হয়ে থাকে..রোদে পোড়া দাগ, সানবার্ন , মুখে ব্রণ হয়ে থাকে… ত্বকের গাঢ় দাগ হালকা করতে অনেকেই মুখে ব্লিচ করান। এমনকি মুখে চটজলদি জেল্লা আনতে চাইলে ফেসিয়াল করানোর আগে ব্লিচ করিয়ে নেন…তবে ঘন ঘন মুখে ব্লিচ করানো খুব খারাপ এটি সৌন্দর্যের পথে বাধা হয়ে দাঁড়ায়। এসব কালো ছোপ দূর করতে আপনি ঘরোয়া প্রতিকারের সাহায্য নিতে পারেন।

IMG_20240424_181119-edited গরমে মুখে কালচে দাগ ছোপ পড়ে গেছে! তুলবেন যেভাবে

গরমে ট্যান তোলার সহজ উপায়

✓ কমলালেবুর খোসায় থাকে সাইট্রিক অ্যাসিড ও ভিটামিন সি। কমলালেবুর খোসা স্ক্রাব হিসেবেও ভালো কাজ করে। কমলালেবুর খোসা সরাসরি ব্লেন্ড করে বা রোদে শুকিয়ে গুঁড়ো করে স্ক্রাব তৈরি করা যায়। এর সঙ্গে আপনি মধু মিশিয়ে ব্যবহার করতে পারেন।

✓ টমেটো আমাদের মুখের দাগছোপ দূর করে দেয়। টমেটোর মধ্যে ভিটামিন সি, ভিটামিন কে ও লাইকোপেন রয়েছে, যা ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে।

ত্বকের রোদে পোড়া দাগ দূর করার ৫ উপায়

✓ কাঁচা দুধ ও রূপচর্চায় দারুন কাজে আসে। এই দুধে তুলোর বল ডুবিয়ে সারা মুখে লাগিয়ে নিন। এবার হালকা হাতে মালিশ করুন। ১০ মিনিট রাখার পর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

✓ কাঁচা হলুদও ত্বকের দাগছোপ দূর করতে দারুণ উপযোগী। ত্বককে উজ্জ্বল করতেও সাহায্য করে হলুদ। কাচা হলুদের সঙ্গে কফি গুঁড়ো মিশিয়ে মুখে লাগান,, কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন।

রোদে পোড়া ত্বক ফর্সা করার উপায়

অ্যালোভেরা জেল: অ্যালোভেরা পাতার ভিতরে থাকা জেল ব্যবহার করতে পারেন। এতে ডার্কস্পট কমে যায়। ৩০ মিনিট এটি লাগানোর পর তা ধুয়ে নিন। এলোভেরার সঙ্গে এক চামচ মিশিয়ে নিতে পারেন।

✓ আলুতে এক ধরনের ব্লিচিং এজেন্ট থাকে। যা ত্বককে পরিষ্কার রাখতে সাহায্য করে। আলু কুচি কুচি করে কেটে নিয়ে তার রস ত্বকে লাগিয়ে রাখুন ২০ থেকে ৩০ মিনিট। এতেই পরিষ্কার হবে ত্বক। জেল্লা বাড়বে ত্বকে।

আরোও পড়ুন,

Lakme Sunscreen: তৈলাক্ত ত্বকের জন্য ল্যাকমে সানস্ক্রিন কি ভালো

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *