Spread the love

এই প্রখর রোদে পুড়ে যাচ্ছে মুখ, তবুও তৈলাক্ত ত্বকের জন্য সানস্ক্রিন ব্যবহারে আতঙ্ক? আর এই রোদে সংবেদনশীল ত্বকে বিভিন্ন রকম দাগ ছোপে ভরে যায়…. অনেকেই ব্রণর ভয়ে সানস্ক্রিন ইউজ করতে চান না…. সূর্যের প্রখর রোদ শুধু সানট্যানই (রোদে পোড়া ত্বক) তৈরি করে না, বরং সেই সাথে বাড়ায় স্কিন ক্যান্সারের ঝুঁকি ধীরে ধীরে হয়ে যায় বার্ধক্যের ছাপ। রোদে বের হতে হলে তাই কমপক্ষে ১০-১৫ মিনিট আগে সানস্ক্রিন ব্যবহার করে তবেই বের হওয়া উচিৎ।

IMG_20240424_201305 Lakme Sunscreen: তৈলাক্ত ত্বকের জন্য ল্যাকমে সানস্ক্রিন কি ভালো

তৈলাক্ত ত্বকের সানস্ক্রিন ক্রিম

ত্বকের ধরন যেমনই হোক, সানস্ক্রিন ব্যবহার করা জরুরি। তৈলাক্ত ত্বকের জন্য হালকা, নন-স্টিকি সানস্ক্রিন বেছে নিন। সবচেয়ে ভাল হয় যদি জেল বা ওয়াটার-বেসড সানস্ক্রিন ব্যবহার করেন। অয়েল-ফ্রি ফর্মুলার সানস্ক্রিনও ব্যবহার করতে পারেন। এসপিএফ ৫০ সম্পন্ন সানস্ক্রিন ত্বকের পক্ষে খুবই ভাল।

তৈলাক্ত ত্বকের সেরা সানস্ক্রিন

তৈলাক্ত ত্বকের জন্য ল্যাকমে সানস্ক্রিন খুব ভালো,, এটি ‘জেল’ হিসাবে পাওয়া যায়। ক্ষতিকারক ইউভি আর আইআর রশ্মি থেকে এটি রক্ষা করে। এই সানস্ক্রিন রোদের জেরে ট্যানিং, রোদ্দুরে পোড়ার দাগ, ত্বকের আগাম বার্ধক্যের সমস্যা থেকে রক্ষা করে।

এটি ত্বককে ঘাম ও জল থেকে নিরাপদে রাখে। নন-স্টিকি এবং প্রকৃতিগতভাবে হালকা, ল্যাকমে সান এক্সপার্ট আল্ট্রা ম্যাট জেল সানস্ক্রিন SPF50 ভারতীয় আবহাওয়ায় ব্যবহার করার জন্য আদর্শ এবং তৈলাক্ত ত্বকের অধিকারীদের জন্য উপযুক্ত ।।

আরোও পড়ুন,

Facial Massage At Home:ফেস ম্যাসাজ করলে কি উপকার পাবেন

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *