Spread the love

এই গরমে যাঁদের ড্রাই স্কিন তাদেরও ত্বক তেলতেলে হয়ে যায়,, তাহলে ভাবুন তো! যদি তৈলাক্ত হয়, তাদের এই গরমে ত্বকের কি বাজে পরিস্থিতি হয়,, এতো ঘামে নিজস্ব জেল্লা একেবারে হারিয়ে যায়। তার জন্য বাজারচলতি প্রসাধনীর ব্যবহার না করে নিজস্ব জেল্লা ফিরিয়ে আনতে কয়েকটি ঘরোয়া ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। ত্বকের তেলতেলে ভাব দূর হওয়ার পাশাপাশি ত্বকের যাবতীয় সমস্যাও দূর হয়ে যাবে….

IMG_20240422_201644-edited Oily Skin Face Pack: গরমে ত্বকের তেলভাব দূর করার ৩ ফেসপ্যাক

গরমে ত্বকের উজ্জ্বল ভাব ফেরানোর ফেসপ্যাক

Face pack এর কাজ কি?

ফেস মাস্ক আপনার ত্বকের ভিতরে থাকা ময়লা দূর করে ত্বকের জেল্লা এনে দেয়,, ত্বককে হাইড্রেট রাখে। এছাড়াও, অতিরিক্ত তেল অপসারণ করতে ও ছিদ্রগুলির চেহারা উন্নত করতে সাহায্য করে।

তৈলাক্ত ত্বকের ঘরোয়া ফেসপ্যাক

১) কমলালেবুর খোসার গুঁড়ো: শরীরের জন্য তো বটেই, ত্বকের জন্য খুব উপকারী এই ভিটামিন সি-সমৃদ্ধ কমলালেবু। ত্বকের গভীরে গিয়ে ময়লা পরিষ্কার করে এই ফলটি। ত্বকের কোষে জমে থাকা ময়লা বাইরে বার করে দিতেও কমলালেবুর ভূমিকা অপরিহার্য। এই খোসা গুরোর সঙ্গে মুলতানি মাটি মিশিয়ে বানিয়ে নিতে পারেন তৈলাক্ত ত্বকের উপযুক্ত ফেসপ্যাক। এ বার মিশ্রণটি ত্বকে ভাল করে লাগিয়ে নিন। ত্বকের ঔজ্জ্বল্য বাড়বে।

তৈলাক্ত ত্বকের ব্রণ দূর করার ঘরোয়া প্যাক

২) কফি গুঁড়ো এবং হলুদ

ত্বকের যত্নে দু’টি উপকরণই দারুন কাজ দেয়… একটি পাত্রে এক চামচ কফি গুড়ো, এক চিমটে হলুদ মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। ৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

৩) মধু ও পেঁপের ফেস প্যাক:

তৈলাক্ত ত্বকের সমস্ত সমস্যা দূর করবে এই প্যাক

তেলতেলে ত্বকের জন্য ভীষণ উপকারী পেঁপে। একটি পেঁপে পেস্ট করে তাতে মধু মিশিয়ে মাখুন। অ্যাপ্লাই করুণ সারা মুখে,, ১০ মিনিট রেখে ঠাণ্ডা জলের সাহায্যে ধুয়ে ফেলুন। দূর হবে তৈলাক্ততার সমস্যা।

৪) টমেটো ফেস প্যাক:

ত্বকের যত্নে টমেটোর জুড়ি নেই। আমি তো সময় পেলেই এই ফেসপ্যাক ইউজ করি… ত্বকের ট্যান তুলতেও সাহায্য করে টমেটো। এতে রয়েছে লাইকোপিন ও অ্যান্টি অক্সিডেন্ট যা ত্বকের হাজার সমস্যা মেটায়। টমেটো পেস্ট করে গুড়ো চিনি মিশিয়ে মুখে গলায় মেখে নিন। উপকার পাবেন।

আরোও পড়ুন,

Facial Massage At Home:ফেস ম্যাসাজ করলে কি উপকার পাবেন

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *