Spread the love

Glycerin benefits : শীত তো পড়েই গেছে শীতের মরশুমে ত্বক ভালো রাখার জন্যে স্কিনের চাই যত্ন…. তার জন্য স্কিনের আর্দ্রতার মাত্রা ঠিক রাখা প্রয়োজন। নাহলে রুক্ষ-শুষ্ক ত্বকে নানা সমস্যা দেখা দিবে।। তাই বলে অনেক অনেক টাকা খরচ করার প্রয়োজন নেই। বরং খুব সাধারণ বিশেষ একটি উপাদান দিয়ে নিয়মিত ত্বকের যত্নে কাজে লাগান, দেখবেন জেল্লাও হবে দেখার মতো!

এই বিশেষ প্রসাধনীর তালিকায় প্রথম সারিতেই রয়েছে গ্লিসারিন। শীতকালীন ঘরোয়া রূপটানে তাই যুগ যুগ ধরে এই প্রসাধনীটির ব্যবহার হয়ে আসছে। এই শীতে আপনি ত্বকের সৌন্দর্য বাড়াতে গ্লিসারিনের উপর ভরসা রাখুন। কী ভাবে ব্যবহার করবেন ভাবছেন?

দেখুন….ত্বকের আর্দ্রতা ধরে রাখতে এবং এর উপরে একটি সুরক্ষার প্রলেপ তৈরি করতে গ্লিসারিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই শীতে ময়শ্চারাইজার হিসেবে গ্লিসারিন ব্যবহার করলে সুফল পাবেন আধ কাপ জলে ৫-৬ ফোঁটা গ্লিসারিন মেশান। দুই উপকরণ ভালো করে মিশিয়ে ফেলুন। তারপর কটন বল মিশ্রণে ভিজিয়ে ত্বকে লাগিয়ে নিন।

রাতে শোয়ার আগে এইভাবে ত্বকের যত্ন নিলেমিলবে উপকার…এতে আপনার ত্বকের দাগছোপ ও দূর হয়ে যাবে।।আপনি ত্বকের টানটান ভাব ধরে রাখতে টোনার হিসেবেও গ্লিসারিন ব্যবহার করতে পারেন।

আবার অতিরিক্ত পরিমাণে গ্লিসারিন ত্বকে লাগালে ক্ষতি হওয়ার আশঙ্কাও রয়েছে কিনতু।।।ত্বক খুব বেশি নিস্তেজ হয়ে পড়লে গ্লিসারিনের সঙ্গে অ্যালোভেরা মাস্ক লাগাতে পারেন। ২ থেকে ৩টি সতেজ অ্যালোভেরা পাতার জেলের সঙ্গে ২ চামচ গ্লিসারিন মিশিয়ে নিজের মুখে লাগান….২০ থেকে ২৫ মিনিট রেখে মুখ পরিষ্কার করে নিন। দেখবেন ত্বক আপনার সাথে কথা বলছে।।।

গ্লিসারিনের সঙ্গে গোলাপজলের পরিবর্তে জলের ব্যবহার করা যায়।মুখের ত্বকে গ্লিসারিন সরাসরি না লাগানো ভালো।ঠোঁটের কালচে ভাব দূর করে, ঠোঁটে গোলাপি আভা আনতে গ্লিসারিন ও গোলাপের পাপড়ির সঙ্গে ২ থেকে ৩ ফোঁটা লেবুর রস মিশিয়ে ঠোঁটে লাগাতে পারেন। উপকার পাবেন।অতিরিক্ত শুষ্ক ত্বক হলে, এক চামচ কাঁচা দুধের সঙ্গে এক চামচ গ্লিসারিন মিশিয়ে নিয়ে ত্বকে লাগান। এতে ত্বক কোমল থাকবে।

গ্লিসারিনকে মেকআপ রিমুভার হিসেবেও ব্যবহার করতে পারেন। রাতে ঘুমোতে যাওয়ার আগে গ্লিসারিন দিয়ে মুখ পরিষ্কার করে নিলেই ত্বকের জেল্লা বাড়বে।

Read More,

How To Improve Gut Health Naturally : কীভাবে পেটের ভেতরে থাকা অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে পারবেন

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *