Spread the love

মহালক্ষ্মীকে হলেন পবিত্রতা ও অনাশক্তির প্রতীক। ধনসম্পদ, সৌভাগ্য ও সৌন্দর্যের দেবী হলেন লক্ষ্মী। লক্ষ্মীদেবীর প্রার্থনা করলে তিনি সকলের মঙ্গল বিধান করেন।

বৃহস্পতিবার ছাড়াও শরৎকালে কোজাগরী লক্ষ্মীপুজোর দিনে দেবী থাকেন জাগ্রত। বাংলার বাইরে অর্থাৎ ভারতের অন্যান্য রাজ্যে কালীপূজা বা দীপাবলির দিনে লক্ষী পূজার আয়োজন করা হয়। তবে পশ্চিমবঙ্গ এবং ওপার বাংলার হিন্দুদের মধ্যে শারদ পূর্ণিমা অর্থাৎ আশ্বিন মাসের শেষে পূর্ণিমা তিথিতে লক্ষ্মী পূজা করার রেওয়াজ রয়েছে। আজ এই শুভ দিনে এই পোস্টে আমরা কোজাগরী লক্ষ্মী পূজার উপলক্ষে বেশ কিছু Lakshmi Puja Wishes in Bengali ও Laxmi Puja pictures in BENGALI নিয়ে এসেছি —–

( Laxmi Puja Wishes and Quotes in Bengali )

Kojagari Lakshmi Puja Wishes

এই লক্ষী পূজা আপনার জীবনেসুখ, সমৃদ্ধি ও সৌভাগ্য নিয়ে আসুক,শুভ লক্ষী পূজার শুভেচ্ছা জানাচ্ছি।

বছর ঘুরিয়ে মা আসেনসকলের ঘরে ঘরে,প্রদীপ জ্বালিয়ে, আরআলপনা আকিয়ে করো মা-কে বরণ…শুভ লক্ষী পূজা লক্ষ্মীপুজোর এই পুণ্যলগ্নে ,মায়ের কাছে কর জোড়ে প্রার্থনা তোমার করুণা থেকে মাগো আমাদের লক্ষ্মীপুজো সবার শুভ হোক; আনন্দের হোক ।

প্রিয়জনদের পাঠান শুভেচ্ছা, বেছে নিন এখানে

লক্ষ্মী পূজার এই শুভ দিনটিতে ,মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের সকলের মনস্কামনা পূর্ণ হোক ।

শুভ লক্ষী পূজার শুভেচ্ছাসুখ, সমৃদ্ধি আর সৌভাগ্যের উপহার নিয়ে,মা লক্ষী এলেন সকলের ঘরে…শুভ লক্ষী পূজার শুভেচ্ছা”””!!

শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি সুগন্ধি ধূপ জ্বেলে আসন পেতেছি শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি সুগন্ধি ধূপ জ্বেলে আসন পেতেছি প্রদীপ জ্বেলে নিলাম তোমায় বরণ করেআমার এ ঘরে থাকো আলো করে””””শুভ লক্ষী পূজা”””””!!!!

Kojagori Lakshmi Puja 2023 Wishes

Subho Laxmi Puja in Bengali

এই লক্ষ্মী পুজোয় পূরণ হোক আপনার মনের সকল আশা। মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি সর্বদা থাকুক আপনার উপরে। লক্ষ্মী পুজোর শুভেচ্ছা জানাই।

lakshmi puja quotes in bengali

* শুভ লক্ষ্মী পুজো!লক্ষী পূজার এই শুভ মুহূর্তে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা… কামনা করি মা লক্ষীর আশীর্বাদে সকলের জীবন সুখের হোক।।

ঝুনো নারকেল অত্যন্ত প্রিয় মা লক্ষ্মীর ৷ তাই পূর্ণিমার দিনে ছাড়ানো ঝুনো নারকেল অত্যন্ত শুভ যদি পুজো করা যায় সেই ক্ষেত্রে ৷ শুভ লক্ষ্মী পুজো!

লক্ষী পূজার এই শুভক্ষণে জানাই মা-কে প্রণাম, সারাবছর তোমার আশীর্বাদ রেখো মোদের ওপর… শুভ লক্ষ্মী পুজো!

আরোও পড়ুন,

কোজাগরী লক্ষ্মী পূজার ফর্দ – Kojagori Lokkhi Puja Samagri List

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *