Spread the love

পূজোয় তো শাড়ি পড়বেন! যেনো মোটা না লাগে রইলো কিছু টিপস্ – Saree Style Tips

photogrid.collagemaker.photocollage.squarefit_20231018235218246-1697653372539 পূজোয় তো শাড়ি পড়বেন! যেনো মোটা না লাগে রইলো কিছু টিপস্ - Saree Style Tips

শাড়ি পরে স্লিম দেখানোর ৫ টি উপায়

বাঙালি হোক অবাঙালি নারীদের জাতীয় পোশাক হলো শাড়ি। যারা শাড়ি একেবারই পড়েন না তারাও কোনো বিশেষ অনুষ্ঠানে শাড়ি পরতে ভালোবাসেন। কিনতু ভেজাল হয় — অনেক শাড়ির কাপড়টাই এমন যে, তা পরলেই ফুলে থাকে। চেষ্টা করুন সেগুলি এড়িয়ে চলতে। পুজোর সময় শাড়ি পরেই প্রিয়জনের নজর কাড়তে চান? জেনে নিন, কোন কোন বিষয় মাথায় রেখে চলবেন…..

এই কথা মাথায় রেখেই বাজারে পাওয়া যায় বিভিন্ন ধরনের শাড়ি। বেনারসী, সিল্ক, তাঁত কিংবা জর্জেট। এইসব শাড়ি এখন বড় আউট ডেটেড। তাই যুগের সঙ্গে তাল মিলিয়ে এই শাড়িগুলোর মধ্যে দেওয়া হয়েছে আধুনিকতার ছোঁয়া।

শাড়ি পড়লে মোটা লাগে, এই উপায়গুলি ফলো করুন

বেশিরভাগ ক্ষেত্রেই সঠিক শাড়ি নির্বাচন করতে পারেন না বলে তাঁদের দেখতে খারাপ লাগে। কাউকে বেশি মোটা আবার কাউকে খুব স্লিম লাগে। এর জন্য প্রথমত শাড়িতে পিন করা খুব জরুরি। সঠিকভাবে যদি পিন নাও করতে পারেন, তাহলে শুধুমাত্র শাড়ির পাড় কাঁধের ওপরে তুলে দিয়ে পিনআপ করে নিতে পারেন।

IMG_20231018_235241-1697653371966 পূজোয় তো শাড়ি পড়বেন! যেনো মোটা না লাগে রইলো কিছু টিপস্ - Saree Style Tips


গাঢ় রঙের শাড়ি বাছুন। আড়াআড়ি প্যাটার্নের শাড়ি পরলে চেহারা ভারী দেখায়। চেষ্টা করুন লম্বালম্বি প্যাটার্ন এ শাড়ি পরার।
শাড়িতে খুব বেশি জমকালো কারুকাজ কিংবা বড় নকশা থাকলে তেমন শাড়ি এড়িয়ে চলুন। শাড়ির সঙ্গে উঁচু হিলের জুতো পরুন।

শাড়ির সঙ্গে ডিজ়াইনার ব্লাউজ় পরবেন? চেষ্টা করুন ডিপ নেক কিংবা ব্যাকলেস ব্লাউজ় পরার। শাড়ির সঙ্গে মোটা কাপড়ের শায়া পরলে ফোলা ফোলা দেখায়। এই সমস্যা এড়াতে শেপওয়ার দিয়ে শাড়ি পরতে পারেন। তা ছাড়া এখন ‘বডি হাগিং’ শায়া পাওয়া যায়, সেগুলিও পরতে পারেন।
শুধু সুন্দর দেখতে শাড়ি পরলেই হবে। তার সঙ্গে মানানসই পেটিকোট পরতে হবে। ফিশ কাটিং পেটিকোটও পরতে পারেন।

আরোও পড়ুন,

Tags – Fashion Tips, Saree Look

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *