Spread the love

আমাদের স্বপ্ন টা এবার আর পূর্ণ হলোনা…… একটা গোটা দেশ, একটা গোটা প্রজন্মর স্বপ্ন ভেঙে গেলো…. স্বপ্ন পূরণ করতে পারলেন না রোহিত শর্মা, বিরাট কোহলিরা (Virat Kohli)। অজিদের কাছে কার্যত একপেশেভাবে পর্যুদস্ত হয়ে বিশ্বকাপের রানার্স হল ভারত। অথচ খেলার প্রথম দিকে এরাই ভালো খেলছিল।। তাহলে ফাইনালে কোথায় ভুল হল? কেন হারতে হল আসল সময়ে…..দেখে নেওয়া যাক কারণগুলি।

রোহিত শর্মা (Rohit Sharma) শুরু থেকেই সপাটে মারছিলেন অজি বোলারদের? শুভমান গিল, শ্রেয়স আইয়াররা বড় ম্যাচের চাপ সামলাতে পারলেন না আজ…..!!! এটা মানা যায় না..!! বিরাট কোহলির মতো মহাতারকাও সেট হওয়ার পর বিশ্রীভাবে আউট হলেন। নাহলে এই পিচেও অন্তত ২৭০-২৮০ রান করে দেওয়া যেত। সেটা করা গেলে অন্তত এর চেয়ে ভালো লড়াই করা সম্ভব হতো।প্রথম ইনিংসে ভারত যখন ব্যাট করছিল, তখন বেশ ভালোই সুবিধা পাচ্ছিলেন অস্ট্রেলিয়ার স্পিনার এবং স্লো বোলাররা।

বল থামছিল, ব্যাটেও আসছিল না। কুলদীপ বা জাদেজা কেউই সেভাবে টার্ন করাতে পারলেন না। বল যে প্রথম ইনিংসে থেমে থেমে আসছিল, সেটাও হল না। প্রথম থেকেই অতিরিক্ত রান দেওয়া, ঢিলেঢালা ফিল্ডিং, কেএল রাহুলের জঘন্য উইকেট কিপিং, অন্তত বিশ্বকাপ ফাইনালে এমন পারফর্ম করলে জেতা যায় না।

অস্ট্রেলিয়া প্রথমে ফিল্ডিং করে অন্তত ৩০-৪০ রান বাঁচিয়েছে। তাদের কাজ ব্যাটসম্যানদের উপর থেকে চাপ সরানো এবং সেটা তারা নিপুণ ভাবে করেছেন।আমার মতে ভারতীয় দল টপ ওর্ডার ব্যাটসম্যানদের ওপর ভীষণ ভাবে নির্ভরশীল, বিশেষ করে রোহিত শর্মার পারফরমেন্সের উপর। ভারতীয় মিডল ওর্ডার খুবই নড়বড়ে, খুব একটা স্টেবল নয়।

ভারতীয় বোলিং অ্যাটাক এখন অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। কেউ সহজে রান তুলতে পারে না ভারতীয় বোলারদের বিরুদ্ধে, আর দরকারের সময় উইকেট নিতেও সক্ষম। গোটা বিশ্বকাপে দুর্দান্ত এবং প্রশংসিত রোহিতের অধিনায়কত্ব।

কিন্তু ফাইনালে অস্ট্রেলিয়ার প্যাট কামিন্সের কাছে গোল খেয়ে গেলেন ….কামিন্সের অনবদ্য ফিল্ড প্লেসিং, এবং দুর্দান্ত বোলিং ভারতীয় ইনিংসে বড় পার্থক্য গড়ে দিয়েছে। তাছাড়া বিশ্বকাপের ফাইনালের মতো বড় ম্যাচে যেভাবে টসে জিতে বল করার সাহসী সিদ্ধান্ত কামিন্স নিলেন, সেটা আলাদা করে প্রশংসার দাবি রাখে।

অন্যদিকে রোহিত ব্যাট হাতে এদিনও সেই কাজটা করেছেন, যেটা এতদিন করে এসেছেন। ২০২৩ বিশ্বকাপ ফাইনালের সবচেয়ে বড় ফ্যাক্টর হয়ে গেলেন ট্রেভিস হেড। প্রথমে ভারতীয় ব্যাটিংয়ের সময় অনবদ্য ক্যাচ নিয়ে যেভাবে রোহিতকে ফেরালেন সেটাই ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে গেল। অনেকে বলছেন, ওটাই বিশ্বকাপের সেরা ক্যাচ। তার পর ব্যাট হাতে যে ইনিংসটা তিনি খেললেন, সেটা এককথায় অনবদ্য।

রোহিত হয়তো আফসোস করবেন, অস্ট্রেলিয়ার কাছে নয়, হেডের কাছেই হেরে গেলেন তাঁরা।একটি দুর্দান্ত বিশ্বকাপ জয়ের জন্য অস্ট্রেলিয়াকে অভিনন্দন! টুর্নামেন্টের মাধ্যমে তাদের একটি প্রশংসনীয় পারফরম্যান্স ছিল, যা একটি দুর্দান্ত বিজয়ে পরিণত হয়েছিল।

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *