Spread the love


অ্যালোভেরা জেলের উপকারিতা, ব্যাবহারের নিয়ম – Benefits Of Aloe Vera Gel,
Uses In Bengali

Benefits%2Bof%2BAlovera%2BJel_2223 অ্যালোভেরা জেলের উপকারিতা, ব্যাবহারের নিয়ম - Benefits Of Aloe Vera Gel, Uses In Bengali

অ্যালোভেরা জেলের উপকারিতা

 ১. সূর্যের আলোয় মুখে কালো দাগ তুলতে অ্যালোভেরা জেল এর গুরুত্ব অপরিসীম।
২.
মুখের বলিরেখা দূর করতে সাহায্য করে।
৩. ত্বকের যৌবন ধরে রাখতে সাহায্য
করে।
৪. চুলের বৃদ্ধি ঘটাতে সাহায্য করে।
৫. মেকআপ রিমুভ করতে
অ্যালোভেরা জেল কাজে লাগে।
৬. অ্যালোভেরা পাতার জেল বের করে ফ্রিজে রেখে
দিন শরীরের কোথাও কেটে গেলে সেই জায়গায় দু তিনবার করে লাগান অনেকটা
আরাম পাবেন।
৭. শুষ্ক ত্বকের জন্য অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন।
৮.প্রতিদিন
অ্যালোভেরা জেল মুখে লাগালে মুখ উজ্জ্বল এবং ত্বক শুষ্ক থেকে মসৃণ হবে।


আপনারা জানেন,

অ্যালোভেরা জেলের ব্যবহার

  • বয়সবাড়ার সাথে সাথে আমাদের ত্বকে ভাঁজ পড়ে যায় ,সেটা আপনি সহজেই এই
    অ্যালোভেরা জেল এর মাধ্যমে দূর করতে পারবেন।কারণ এটি অ্যান্টি অক্সিডেন্ট
    সমৃদ্ধ।
  • অ্যালোভেরা জেল আমাদের ত্বকের মধ্যে পুষ্টি যোগায় ।
  • এই জেলের মধ্যে ভিটামিন এ বি সি আছে যা আমাদের ত্বককে সুন্দর উজ্জ্বল মসৃণ করে
    দেয়।
  • ত্বকের পাশাপাশি অ্যালোভেরা জেল আমাদের চুলের জন্য উপকারিতা।।

অ্যালোভেরা জেল চুলে ব্যবহারের নিয়ম

 এক চামচ অ্যালোভেরা জেল এবং এক চামচ ক্যাস্টর অয়েল মিশিয়ে চুলে সারারাত
দিয়ে রাখলে পরের দিন শ্যাম্পু করে নিলে চুলের মধ্যে থাকা খুশকি দূর হয়ে যায়
।এবং চুলের রুক্ষভাব দূর হয়ে যায়।

আমরা আরো জেনে নেব অ্যালোভেরা জেল এঁর উপকারিতা

 অ্যালোভেরা জেল প্রতিদিন ঠোঁটে লাগালে ঠোঁটের উজ্জ্বলতা বৃদ্ধি পায় এবং
ঠোঁটের কালোভাব দূর হয়ে যায়।।

ব্রণের সমস্যা দূর করতে চান?

প্রথমে মুখ কে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিন তারপর অ্যালোভেরার জেল পাঁচ
মিনিট ধরে মুখে ম্যাসাজ করুন, দেখবেন আপনার মুখে নোংরা সব দূর হয়ে যাবে ।এবং
ধীরে ধীরে কিছুদিন এই রুটিন চালিয়ে দেখবেন মুখের ব্রণ দূর হয়ে গেছে।

আরো পড়ুন,
Tags –
Bengali Beauty Tips, Health Tips, Aloe Vera Gel

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *