Spread the love

গরমে চুলের যত্ন কীভাবে করা উচিৎ আমরা অনেকেই জানি না…. কারণ শীতের মরসুমে আমরা যেভাবে চুলের যত্ন করি গ্রীষ্মকালে চুলের যত্নের ধরন একটু পাল্টে যাবে,, …. ত্বকের যেমন বাড়তি যত্ন প্রয়োজন, তেমনই চুলেরও প্রয়োজন যত্নের….এই মরসুমে মাথার ত্বক ঘেমে চুলের বারোটা বেজে যায়,, রুক্ষ হয়ে যায়, জেল্লা হারিয়ে যায়, চুল পড়ার সমস্যাও বাড়ে। গরমে, খুসকির সমস্যাও মারাত্মক পরিমাণ বেড়ে যায়,, তাই আজ আপনাদের সাথে শেয়ার করবো সেরা হেয়ার প্যাক যা চুলের যত্নে দারুন কাজ দেয়….

IMG_20240428_194853-edited Homemade Hair Mask: চুল পড়া রোধে ও চুল গজানোর হেয়ার প্যাক

চুলের সমস্যা দূর করতে বাড়িতে বানিয়ে ফেলুন হেয়ার প্যাক

✓ হেয়ার পাকের উপকারীতা

** চুলের বৃদ্ধিতে সাহায্য করে।

** চুলের গ্রোথ ভালো হয়।

** চুল পড়া কমায়।

** চুলের গোড়া মজবুত করে।

চুল পড়া রোধের হেয়ার প্যাক

** চুল হয় জেল্লাদার।

** চুলের গোড়ায় প্রয়োজনীয় পুষ্টির জোগান দেয়।

চুলের যত্নে বেস্ট হেয়ার প্যাক….

১. পাকা কলা ও অ্যালোভেরা জেল: একটি পাত্রে দু’টেবিল চামচ অ্যালো ভেরা জেল ও পাকা কলা ফেটিয়ে পেস্ট করে ভাল করে মিশিয়ে নিন। মিশ্রণটি চুল ও মাথার তালুতে লাগান। কিছু ক্ষণ আপনার আঙুল দিয়ে আলতো ভাবে মালিশ করুন। মাস্কটি ৩০-৪০ মিনিটের জন্য রেখে দিন এবং তার পরে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাকটি চুলের গোড়া মজবুত করে।

রুক্ষ চুলের হেয়ার প্যাক

২. অ্যাভোকাডো এবং দুধ– অ্যাভোকাডোর মধ্যে রয়েছে হেলদি ফ্যাট এবং ভিটামিন যা চুলে পুষ্টি জোগায় আর দুধ প্রাকৃতিক ভাবে চুলে ময়শ্চার বা আর্দ্রতা বজায় রাখতে সহায়তা করে। স্নানের আগে এই মিশ্রণ হেয়ার মাস্ক হিসেবে চুলে লাগিয়ে নিন। ৩০ মিনিট রেখে ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে নিন।

আরোও পড়ুন,

5 Uses Aloe Vera For Summer: গরমে ত্বকের যত্নে অ্যালোভেরা একাই একশো

৩. কলা এবং নারকেল তেল- চুলের স্বাস্থ্যের জন্য কলা দারুন কাজ দেয়,, তার সঙ্গে নারকেল তেল চুলে পুষ্টি যোগান দেয় এবং ডগা ফাটার মতো সমস্যা দূর করে অল্প সময়ে। এই মাস্ক লাগিয়ে মিনিট ২০ রেখে শ্যাম্পু করে হাল্কা গরম জল দিয়ে চুল ধুয়ে নিন।

৪. দুধ এবং মধু হেয়ারমাস্ক: তিন কাপ ওটস, এক কাপ দুধ, ও এক চা চামচ মধু নিন। l এই প্যাক চুলে ও মাথার ত্বকে লাগিয়ে আধঘণ্টা রেখে দিন। এরপরে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।

৫. ভিটামিন ই ক্যাপসুল, দই: ভিটামিন ই ক্যাপসুল, ১ চামচ দই ভাল করে মিশিয়ে নিন। মাথার ত্বক থেকে শুরু করে সারা চুলে এই মাস্কটি লাগান। এক ঘণ্টা রেখে দিন। এর পর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।

আরোও পড়ুন,

Summer Moisturizer: গরমে ত্বকের সেরা ৩ ময়েশ্চারাইজার

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *