Spread the love

Laxmi Puja 2023 : ধন ও সৌভাগ্যের মা হলেন লক্ষ্মী। লক্ষ্মী মানে শ্রী, সুরুচি।

লক্ষ্মীসম্পদ আর সৌন্দর্যের দেবী। দেবী সকলের মনোবাসনা পূরণ করেন এবং অলক্ষ্মী বিনাশ করেন। তাই পূজো করা হয়…!! দেবী পদ্মফুলের উপর বিরাজিতা। দেবী সকলকে যশ-খ্যাতি, ধনসম্পদ ও সৌন্দর্য প্রদান করেন। শ্রীদেবী প্রজাপতি (ব্রহ্মা) হতে উৎপন্ন হয়েছেন এবং তিনি ধন, সৌন্দর্য ও সৌভাগ্য প্রদান করেন।

(কবে লক্ষ্মীপুজো? পঞ্জিকা মেনে কোন সময়ে পুজো করলে লক্ষ্মীলাভ? দেখে নিন)

Kojagari laxmi Puja 2023 Bengali

আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে ধন-সম্পদের দেবী লক্ষ্মীর পুজো করা হয়ে থাকে। আর্দ্রা, গজশুণ্ডাগ্রবতী, পুষ্টিরূপা, পিঙ্গলবর্ণা, পদ্মমালিনী, চন্দ্রাভা, হিরণ্ময়ী, ষষ্টিহস্তা, সুবর্ণা, হেমমালিনী, সূর্যাভা ইত্যাদি নানা নামে লক্ষ্মীকে সম্বোধন করা হয়ে থাকে। মাটির মূর্তি, সরা ইত্যাদি নানা রূপে লক্ষ্মী পূজিত হন বাংলার ঘরে ঘরে। বাড়িতে পুরোহিত ছাড়াই কী ভাবে লক্ষ্মীপুজো করবেন জেনে নিন—

Kojagari Laxmi Puja Samagri list

যেখানে পূজো করবেন সেখানে ভালো করে পরিষ্কার করুণ….এবার লক্ষ্মীকে আহ্বান করুন। হাত জোর করে লক্ষ্মীকে স্মরণ করে বলুন, ‘এসো মা আমার গৃহে প্রবেশ করো।

বাংলা লক্ষ্মী পূজা কবে

এর পর লক্ষ্মীর পা ধুয়ে দিতে হবে। লক্ষ্মীর পায়ে ও আলপনা দিয়ে আঁকা পায়ে জলের ছিটে দিন। এবার ঘটে আতপ চাল,, ফুল ও চন্দন দিন।

কোজাগরী পূর্ণিমায় চন্দ্রগ্রহণ, জানুন তারিখ, তিথি

তার পর এক এক করে লক্ষ্মীকে সব অর্পণ করুন।ফল, মিষ্টি, নাড়ু ,মোয়া ইত্যাদি নৈবেদ্য দিন।

শনিবার কোজাগরী লক্ষ্মী পুজো, জেনে নিন শুভক্ষণ, তিথি ও তাত্‍পর্য

ধূপ ধুনো দেখান। অর্পণ করার পর এবার পুষ্পাঞ্জলি দিতে হবে। হাতে ফুল নিয়ে পুষ্পাঞ্জলি মন্ত্র বলে তিন বার অঞ্জলি দিতে হবে।

লক্ষ্মীদেবীর ধ্যানমন্ত্র:-ওঁ পাশাক্ষমালিকাম্ভোজ-সৃণিভির্ষাম্য-সৌম্যয়োঃ।

পদ্মাসনাস্থাং ধ্যায়েচ্চ শ্রিয়ং ত্রৈলোক্যমাতরম্।।

গৌরবর্ণাং সুরুপাঞ্চ সর্বলঙ্কার-ভূষিতাম্।রৌক্মপদ্ম-ব্যগ্রকরাং বরদাং দক্ষিণেন তু।।

আরোও পড়ুন,

শুভ লক্ষী পূজা ২০২৩: শুভেচ্ছা বার্তা, ছবি – Lakshmi Puja Images, Wishes In Bengali

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *