Spread the love

সুন্দর আলপনা ডিজাইন :দুর্গোৎসবের পর আশ্বিন মাসের (Aswin) শেষ পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মীর (Lakshmi Puja 2023) পুজো করা হয়….বাঙালি হিন্দুর ঘরে এ এক চিরন্তন আরাধনা ।

সকল বাড়িতেই লক্ষ্মী পুজো মানে আলপনা দিয়ে সুন্দর ডিজাইন করা…. খড়িমাটি বা চালের গুঁড়ো দিয়েই নানা নকশায় আহ্বান করা হয় মা লক্ষ্মীকে। আলপনা ছাড়া লক্ষ্মীপুজো কেউ কল্পনাও করতে পারেন না। তবে অন্যান্য পুজো ও কোজাগরী লক্ষ্মীপুজোর আলপনায় কিছু পার্থক্য রয়েছে।

ধানের ছড়া, মুদ্রা ও দেবী লক্ষ্মীর পায়ের ছাপ আঁকা হয় এই আলপনায়। খড়ি মাটি জলে ঘুলে আলপান দেওয়া হয়। ফুল, পাতা, ধানের ছড়া, দেবী লক্ষ্মীর পা আঁকা হয় আলপনায়। এই বছর ৩০ অক্টোবর লক্ষ্মী পুজো।

এই দিনে উপবাসের মাধ্যমে মা লক্ষ্মীকে সন্তুষ্ট করা হয় এবং মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে পুজো করা হয়। এবার অনেকে বুঝতে পারে না সুন্দর আলপনা ডিজাইন কিভাবে আঁকবেন তাদের জন্য রইলো এই পোষ্ট….নীচে সুন্দর ছবি দাওয়া হলো —-

ঘরের মেঝেতে আলপনা ডিজাইন

সুন্দর আলপনা ডিজাইন

সুন্দর আলপনা ছবি

আরোও পড়ুন,

কোজাগরী লক্ষ্মী পূজা করার পদ্ধতি, লক্ষ্মী পূজার নিয়ম : Kojagari Laxmi Puja 2023 Date and Time, Puja Vidhi, Rituals

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *