Spread the love

বাংলায় শারদীয়া দুর্গোৎসবের পর আশ্বিন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মী পূজো হয়….

বাঙালি হিন্দুর ঘরে ঘরে এই পুজো এক চিরন্তন প্রার্থনা। প্রায় প্রতি ঘরে ঘরেই দেবী লক্ষ্মীর পূজা হয়ে থাকে। লক্ষ্মী হলেন ধন সম্পত্তির দেবী। নারী পুরুষ উভয়েই এই পূজায় অংশ গ্রহণ করেন।

কোজাগরী লক্ষ্মী পূজায় কি কি লাগে

বাড়িতে কী ভাবে লক্ষ্মী পুজো করবেন? জেনে নিন নিয়ম ও কিছু মন্ত্র

অনেকেই সারা বছর প্রতি বৃহস্পতিবার লক্ষ্মীর পূজা করে থাকেন। ঘরে যেনো লক্ষী সহায় থাকে…!! এছাড়া শস্য সম্পদের দেবী বলে ভাদ্র সংক্রান্তি, পৌষ সংক্রান্তি ও চৈত্র সংক্রান্তিতে এবং আশ্বিন পূর্ণিমা ও দীপাবলীতে লক্ষ্মীর পূজা হয়। মা লক্ষ্মীর প্রিয় ফল হল নারকেল। সেই কারণে নারকেলকে শ্রীফলও বলা হয়ে থাকে। আপনার বাড়িতে লক্ষ্মী পুজো থাকলে নারকেল এবং নারকেলের তৈরি মিষ্টি নিবেদন করতেই হবে,, এছাড়াও নাড়ু মোয়া নারকোল দিয়ে করতে পারেন।।

কোজাগরী লক্ষ্মী পুজো পদ্ধতি pdf

লক্ষ্মী পূজার মন্ত্রসম্পাদনা“ “নমামি সর্বভূতানাং বরদাসি হরিপ্রিয়ে যা গতিস্ত্বৎপ্রপন্নানাং সা মে ভূয়াৎ ত্বদর্চনাৎ।””

অর্থাৎ ‘হে হরিপ্রিয়ে, তুমি সকল প্রাণীকে বরদান করিয়া থাক, তোমাকে প্রণাম করি। যাহারা তোমার শরণাগত হয়ে থাকে —-তাহাদের যে গতি আছে ,,তোমার পূজার ফলে আমারও যেন সেই গতি হতে পারে।।

লক্ষ্মী পূজোর মন্ত্র বাংলা

2023 সালের লক্ষী পূজা কবে হবে? বা লক্ষ্মী পূর্ণিমা ২০২৩ শুভ সময়-

এ বছর শারদ পূর্ণিমা ২৮অক্টোবর শনিবার পালিত হবে, যা সকাল ৪:১৭ মিনিটে শুরু হবে এবং পরের দিন, ২৯ অক্টোবর রবিবার রাত ১: ৫৬ মিনিট পর্যন্ত থাকবে।।

কোজাগরী লক্ষ্মী পুজোয় চন্দ্র গ্রহণকোজাগরী লক্ষ্মী পুজোয় চন্দ্র গ্রহণ থাকবে। ভারতে এই গ্রহণ দেখা দেবে বলে সূতক কালও মান্য হবে। চন্দ্র গ্রহণের সময়২৮ অক্টোবর রাত ১টা ৫ মিনিটে গ্রহণ লাগবে এবং গ্রহণের মোক্ষকাল রাত ২টো ২৪ মিনিট। সন্ধ্যা ৪টা ৫ মিনিট থেকে সূতক শুরু হবে।

কোজাগরী লক্ষ্মী পুজোর নিয়মকানুন (Kojagori Lakshmi Puja Rules) :গঙ্গাজল ছিটিয়ে নারায়ণকে স্মরণ করে লক্ষ্মী পুজো শুরু করতে হয়। মাটির গোল ডেলার উপর কিছু ধান রেখে, ঘটে স্বস্তিক বা পুত্তলিকা চিহ্ন এঁকে বসান। ঘটের মধ্যে গঙ্গাজল দিয়ে, তার মধ্যে সিঁদুরের ফোঁটা লাগানো বিজোড় সংখ্যার পাতা বিশিষ্ট আম্র পল্লব রাখুন।

পাতার উপর হরিতকী, ফুল, কলা দিয়ে ঘট সাজান। এবার লক্ষ্মী পুজো শুরু করুন নিষ্ঠা করে। ঘরে লক্ষীর পা আর্ট করুণ।। পূজোর শেষে পাঁচালী পড়বেন।।বাঙালির কাছে কোজাগরী লক্ষ্মী পুজো হল লৌকিক আচার-অনুষ্ঠান মেনে লক্ষ্মী বন্দনা।

কোজাগরী লক্ষ্মীপূজা এবং নিয়ম বিধি

কোজাগরী শব্দের অর্থ হল, কো জাগতী। যে পূর্ণিমার রাত জেগে লক্ষ্মীর পুজো করেন। তাই হল কোজাগরী পূর্ণিমা।

বাঙালি গৃহস্থদের বিশ্বাস, এদিন রাত জেগে কে লক্ষ্মীর আশায় বসে আছেন, ঘরে প্রদীপ জ্বালিয়ে ধন পাওয়ার আশায় বসে থাকেন ।। যে প্রদীপ জ্বালিয়ে রাত জেগে থাকেন, তাঁর ঘরেই ধনসম্পদের ঝাঁপি উপচে দেন।

আরও পড়ুন,

লক্ষী পূজার আলপনা ডিজাইন ছবি: Laxmi Puja 2023 Alpona Ideas

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *