Spread the love

আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মীর (Kojagori Lakshmi) আরাধনা করা হয়।

কথিত আছে এই রাতে যে ব্যক্তি জেগে দেবীর আরাধনা করেন তাঁর ঘরেই প্রবেশ করেন দেবী লক্ষী। আপনার জন্য রইলো কিছু সেরা কোজাগরী লক্ষ্মী পুজোর শুভেচ্ছা, ছবি—–

Kojagori laxmi puja wishes image download কোজাগরী লক্ষ্মী পূজা ছবি ডাউনলোড

মা লক্ষ্মী আপনার জীবনে সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য নিয়ে আসুক। এই ভালো কাটুক উৎসব। —

সকলের সুখ, সমৃদ্ধই ও সুস্বাস্থ্য কামনা করুন। এসো মা লক্ষ্মী বসো ঘরে… আমার এই ঘরে থাকো আলো করে। কোজাগরী লক্ষ্মী পুজোর শুভেচ্ছা জানাই সকলকে।

চারিদিকে শুরু হয়ে গিয়েছে পুজোর আলপনা ,,, চলছে পুজোর প্রস্তুতি। এই সময় শুভেচ্ছা জানাই সকলকে।

শুভ লক্ষী পূজা ২০২৩ শুভেচ্ছা বার্তা, ছবি

প্রদীপ জ্বেলে নিলাম তোমায় বরণকরে জনম জনম থাক আমার এ ঘরেতোমাকে জানাই “””শুভ কোজাগরী লক্ষ্মী পুজা”””!!

লক্ষী পূজা ছবি

লক্ষ্মীদেবী বামে করি বসি নারায়ণ কহিতেছে নানা কথা সুখে আলাপন।শুভ কোজাগরী লক্ষ্মী পুজা

কোজাগরী লক্ষ্মী পূজার শুভেচ্ছা

আলপনা এঁকে তোমার সাজিয়ে দিলাম পট। আমের পল্লব দিলাম জলভরা ঘট। পান সুপারী সিঁদুর দিলাম তোমায় দু হাত ভরে। রইল লক্ষ্মী পুজোর শুভেচ্ছা। –

ভালো কাটুক উৎসব। বজায় থাকুক পরিবারিক শান্তি। রইল লক্ষ্মী পুজোর শুভেচ্ছা। ঘরের সকল আবর্জনা ফেলে দিন। বাড়ি রাখুন পরিষ্কার পরিচ্ছন্ন।

মা লক্ষ্মীকে পরিষ্কার পরিচ্ছন্ন স্থানে স্থাপন করুন। এতে দেবী প্রসন্ন হবেন। আপনাকে রইল লক্ষ্মী পুজোর শুভেচ্ছা।

আরোও পড়ুন,

কোজাগরী লক্ষ্মী পূজা করার পদ্ধতি, লক্ষ্মী পূজার নিয়ম : Kojagari Laxmi Puja 2023 Date and Time, Puja Vidhi, Rituals

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *