Spread the love

laxmi puja fordo in bengali : পুরাণ মতে, লক্ষী পুজোর দিনে আগে সন্ধেয় সবার বাড়িতে লক্ষ্মীদেবীর আরাধনা হত।

ব্রতকথাতেও বলা আছে, এই দিন পুজোর পর ঘিয়ের প্রদীপ জ্বেলে দেবীকে সারারাত জেগে স্মরণ করলে কৃপা লাভ সম্ভব। এখন আর কেউ সারা রাত জেগে থাকে না….আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হল- কোজাগরী লক্ষ্মী পূজার প্রয়োজনীয় দ্রব্য বা উপকরণ। কোজাগরী লক্ষ্মী পূজার ফর্দমালা। অনেকের নতুন বিয়ে হয় তারা বুঝতে পারে না কি কি একটি পুজোয় লাগে,, তাদের কথা মাথায় রেখে আজকের এই আর্টিকেল……

কোজাগরী লক্ষ্মী পূজা 2023 সময়

লক্ষ্মী পুজোর দিন এই জিনিস গুলো মানলেই তুষ্ট হবেন দেবী

কোজাগরী লক্ষী পূজার ফর্দ উপকরণ-১)– সিন্দুর,২) তিল, ৩) হরিতকী, ৪) ঘট, ৫) আতপচাউল, ৬) পঞ্চগুঁড়ি, ৭) পঞ্চগব্য, ৮) পঞ্চরত্ন, ৯) সশীষ ডাব ১,১০) পুষ্প, ১১) দূর্ব্বা ,১২) দধি, ২২) মধু, ২৩) নৈবেদ্য ৩, ২৪) লোহা,২৫) শঙ্খ, ২৬) বিল্ল্বপত্র ২৭) কর্পূর, নারিকেল, মোয়া,নাড়ু ,পান,ফুলমালা ১,পূর্ণপাত্র ১, **(দক্ষিণা)

লক্ষী পূজার উপকরণ

এবার লক্ষ্মীকে ধ্যান করবেন, ধ্যানমন্ত্র হল-“ওঁ

পাশাক্ষমালিকাম্ভোজ-শৃণিভির্যাম্য-সৌম্যয়োঃপদ্মাসনস্থাং ধ্যায়েচ্চ শ্রীয়ং ত্রৈলোক্যমাতরম্গৌরবর্ণাং সুরূপাঞ্চ সর্বালঙ্কার-ভূষিতাম্রৌক্মপদ্ম-ব্যগ্রকরাং বরদাং দক্ষিণেন তু”

এই মন্ত্র আপনিও পড়তে পারেন,, পুরুহিত ও পড়তে পারে।।

এরপর মা লক্ষ্মীকে আপনার ঘরে আবাহন করবেন। আবাহন মন্ত্রটি হল—“ওঁ লক্ষ্মীদেবী ইহাগচ্ছ ইহাগচ্ছইহ তিষ্ঠ ইহ তিষ্ঠ ইহ সন্নিধেহিইহ সন্নিরুদ্ধস্য অত্রাধিষ্ঠান কুরু মম পূজান গৃহাণ।”

লক্ষী পূজার নিয়ম

পুজো শুরু করার নিয়ম:-*>

সব আয়োজন পূর্ণ এবার পূজা শুরু। শুরুর আগে গঙ্গা জল ছিটিয়ে দিতে হবেনিজের মাথায় ও পূজার স্থানে। তারপর ভগবান নারায়ণকে মনে মনে স্মরণ করেপূজা শুরু করবে। পূজার স্থানে একটি তামার পাত্রে জল রাখবে। এই জল সূর্য দেবতাকেঅর্পণ করার জন্য। মাটির একটি গোল ডেলা মত করে নিন, সমান করে নিতে হবে।তার ওপর ঘট বসাবে।

এবং ঘটের সামনে একটু ধান ছড়িয়ে দিববে। ঘটে স্বস্তিক চিহ্নআঁকবে সিঁদুর দিয়ে। ঘটের ওপর আমের পাতা রাখববে। আর পাতার ওপর তেল ও সিঁদুরের ফোঁটা দেবে। ঘটে গঙ্গাজল দিয়ে তার ওপর আমের পাতারাখবে। পাতার ওপর একটা হরিতকী, ফুল, দুব্বো, সব দিয়ে ঘট সাজাবে।

দেবী লক্ষ্মীর প্রিয় ফুল কী কি “”””

লাল রঙের জবা ফুল দেবী লক্ষ্মীর খুব প্রিয়। লক্ষ্মীর পুজোর দিন ধনদেবীর উদ্দেশ্যে জবা ফুল নিবেদন করুন।। পদ্ম ফুলমা লক্ষ্মী পদ্ম ফুলের উপর উপবিষ্ট। সব ফুলের মধ্যে পদ্ম তাঁর সবচেয়ে প্রিয়। পদ্ম পাকে ফোটে, তবে এটি সৌন্দর্য এবং পবিত্রতার প্রতীক।

কোজাগরী লক্ষ্মী পূজা পদ্ধতি pdf

গাঁদা ফুল—গাঁদা ফুল ভগবান বিষ্ণুর প্রিয় বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে, কোজাগরী লক্ষ্মী পুজোর দিন কমলা বা হলুদ রঙা গাঁদা ফুল মহালক্ষ্মীকে নিবেদন করলে তিনি প্রসন্ন হন।

আরও পড়ুন,

লক্ষী পূজার আলপনা ডিজাইন ছবি: Laxmi Puja 2023 Alpona Ideas

আশা করি এই লেখাটি পড়ে আপনাদের অনেক সুবিধা হলো…. আপনারা যদি কোজাগরী লক্ষ্মী পূজা করতে ইচ্ছুক হন তাহলে এই ফর্দমালা অনুযায়ী প্রত্যেকটি জিনিস পূজার পূর্বেই জোগাড় করে রাখবেন।

ভাল থাকুন , সুস্থ থাকুন

পাশে থাকুন,,,,নমস্কার , ধন্যবাদ।।

আরও পড়ুন,

কোজাগরী লক্ষ্মী পুজোর শুভেচ্ছা, ছবি – Lakshmi Puja Images Free Download For WhatsApp

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *