Spread the love

রাত পোহালেই লক্ষ্মীপুজো। সুখ-শান্তি-সমৃদ্ধির দেবী শ্রীলক্ষ্মী। লক্ষীকে ঘরে বেঁধে রাখতে কোজাগরী পূর্ণিমা তিথিতে বন্দনা করে বঙ্গবাসী।

সারা বাংলায় কোজাগরী লক্ষ্মীর পুজো হয়। কোথাও ঘটে, কোথাও পটে, কোথাও আবার মূর্তি এনে পুজো হয়। তবে পুজো যেভাবেই হোক না কেন, লক্ষ্মীপুজোয় এই ভুলগুলি কোনওমতেই করা যাবে না। অনেকের প্রশ্ন ——

লক্ষ্মী পূজায় কি কি নিষিদ্ধ

লক্ষী পূজোয় কলা লাগে না কেনো কারণকলার সৃষ্টি হয়েছিল লক্ষীর পয়োধর থেকে অর্থাত্ লক্ষীর স্তন থেকে,, তাই সেই কলা ব্যবহার করলে দেবী লক্ষী অসন্তুষ্ট হয়।।

লক্ষ্মী পূজা করতে কি কি লাগে?পুজোয় মোট ১৪টি পাত্রে উপচার রাখা হয়। কলাপাতায় টাকা, স্বর্ণ মুদ্রা, ধান, পান, কড়ি, হলুদ ও হরিতকী দিয়ে সাজানো হয় পুজোর স্থানটিকে। দেবী লক্ষ্মী হলেন সৌভাগ্য এবং শান্তির প্রতীক।

লক্ষ্মী পূজায় কি কি লাগে

লক্ষ্মী দেবীকে কোনও ভাবে সাদা রঙের ফুল দিয়ে পুজো করা যাবে না। সাদা রঙ ছাড়া লাল, হলুদ, গোলাপি রঙের ফুল ব্যবহার করা যাবে।

একই ভাবে দেবীর ভোগ তৈরি থেকে শুরু করে পুজোয় কোনও লোহার বাসন ব্যবহার করা যায় না। এমনকি স্টিলের বাসনও ব্যবহার করবেন না দেবী লক্ষ্মীর পুজোয়।

lakshmi puja ki ki lage

কথিত আছে, তুলসির সঙ্গে শালগ্রাম শিলার বিবাহ হয়। শালগ্রাম গ্রাম শিলা নারায়ণের প্রতিভূ। যেহেতু শ্রীলক্ষ্মীও বিষ্ণুপত্নী, তাই এই পুজোয় তুলসির ব্যবহার চলে না। দুর্বাসা মুনির শাপে স্বর্গ একদা শ্রীহীন বা লক্ষ্মী-ছাড়া হয়ে যায়।

তখন বিষ্ণুর পরামর্শে স্বর্গের ঐশ্বর্য ফিরে পাবার জন্য দেবগণ অসুরদের সাথে নিয়ে সমুদ্র-মন্থন শুরু করেন। তাই তুলসী পাতাকে দেবী লক্ষ্মীর সতীন হিসাবে বিবেচিত হয়। তাই লক্ষ্মী পুজোয় তুলসী পাতা ব্যবহার করা হয় না।মা লক্ষ্মীর পুজোয় সাদা ফুল যেমন ব্যবহার করা যায় না,

তেমনই আসনে সাদা বা কালো কাপড় পাতার নিয়ম নেই। ব্যবহার করা যেতে পারে লাল, গোলাপি প্রভৃতি রঙের কাপড়। বিশ্বাস, মা লক্ষ্মী এতে অত্যন্ত সন্তুষ্ট হন।

লক্ষ্মী পুজোয় তোলা চাল থেকে অন্য কাউকে চাল দিতে নেই।

লক্ষ্মী পূজার ঘন্টা বাজানো হয় না কেন

ঢাক – ঢোল- কাঁসর ঘণ্টা লক্ষ্মী পুজোয় বাজানো যাবে না। অত্যধিক শব্দ পছন্দ করেন না শ্রীলক্ষ্মী। লক্ষ্মীপুজো করার সময় কোনও ভাবেই কালো পোশাক বা সাদা পোষাক পরা যাবে না। লক্ষী পূজোয় কি কি ফল লাগে উপচারে ফল মিষ্টি ছাড়াও থাকে মোয়া, নাড়ু ইত্যাদি।

লক্ষ্মীর আচার অনুষ্ঠানেও দেখা যায় নানা ধরনের তাৎপর্য। কোনও কোনও পরিবারে পূজায় মোট ১৪টি পাত্রে উপচার রাখা হয়। কলা ছাড়া সব ফল ই দিতে পারেন।।

আরোও পড়ুন,

Kojagari Lakshmi Puja 2023: কোজাগরীতে বিশেষ সাজ, কেমন সজবেন লক্ষী পূজোয়!!দেখে নিন

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *