Spread the love


চুল পড়া বন্ধ করার ৭ টি ঘরোয়া উপায় – 7 Home Remedies for Hair Loss

Hair%2BFall চুল পড়া বন্ধ করার ৭ টি ঘরোয়া উপায় - 7 Home Remedies for Hair Loss In Bengali

চুল পড়া বন্ধ করার ঘরোয়া উপায়

By Bristy Sarkar
মানুষের সৌন্দর্যের মধ্যে এক অন্যতম আকর্ষণীয় সুন্দর হল চুল।। আজকাল আমরা সবাই
শুনে থাকি চুল পড়ে যাওয়ার সমস্যা আসুন আজকে আমরা জেনে নেই।।
চুল পড়া বন্ধ করার ৭ টি ঘরোয়া উপায়….

ছেলেদের চুল পড়া বন্ধ করার উপায়

১.আধা কাপ নারকেল তেলে ১ চা চামচ মেথি দিয়ে কয়েক মিনিট ফুটিয়ে নিন। ঠাণ্ডা হলে
চুলের গোড়ায় ম্যাসাজ করুন। ১ ঘণ্টা অপেক্ষা করে মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে
ফেলুন।

Hair%2BFall%2BPrevent%2BOil চুল পড়া বন্ধ করার ৭ টি ঘরোয়া উপায় - 7 Home Remedies for Hair Loss In Bengali

২.অ্যালোভেরা জেল
সপ্তাহে দুইদিন চুলে লাগান। অ্যালোভেরার পাতা থেকে জেল সংগ্রহ করে লাগান
চুলের আগা থেকে গোড়া পর্যন্ত। ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। চুল পড়া বন্ধ
হওয়ার পাশাপাশি চুল ঝলমল ও হবে।


চিরতরে চুল পড়া বন্ধ করার উপায়

৩.মেহেদি ও সরিষার তেল
২৫০ মিলি সরিষার তেলে ২০টি মেহেদি পাতা দিয়ে ফুটিয়ে নিন। ঠাণ্ডা হলে ম্যাসাজ
করুন চুলের গোড়ায়। ২০ মিনিট অপেক্ষা করে ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন। সপ্তাহে
একদিন ব্যবহার করুন এই তেল।
৪.পেঁয়াজের রস
চুল পড়া বন্ধ করতে পেঁয়াজের রস ভীষণ কার্যকর। পেঁয়াজের রস সরাসরি চুলের গোড়ায়
ঘষে ঘষে লাগান। ঝাঁঝালো গন্ধ দূর করতে চাইলে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে
নিন। ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।

অতিরিক্ত চুল পড়া বন্ধ করার তেল

৫.ডিমের কুসুম ও মধু
ডিমের কুসুম ফেটিয়ে মধু মিশিয়ে নিন। মিশ্রণটি চুলে লাগিয়ে অপেক্ষা করুন। আধা
ঘণ্টা পর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।


৬.অলিভ অয়েল, জিরা ও মধু
১/৪ কাপ অলিভ অয়েলে ১ চা চামচ জিরা ভিজিয়ে রাখুন ৫ ঘণ্টা। এরপর মিশ্রণটি ছেঁকে
তেল আলাদা করে নিন। তেলে খানিকটা মধু মিশিয়ে চুলের গোড়ায় ম্যাসাজ করুন। ৩০
মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে একদিন ব্যবহার করলে কাজ হবে দ্রুত.
৭. এক চামচ বাদাম তেল ও এক চামচ নারকেল তেল হালকা গরম করে দশ মিনিট ধরে চুলের
গোড়া পর্যন্ত মাসাজ করুন তারপর চুলগুলোকে ঠাণ্ডা জলে ধুয়ে ফেলুন দেখবেন অনেক
উপকারিতা পাবেন।।
আরো পড়ুন,

Tips – Bengali Tips, Bengali Hair Care, Bengali Beauty Tips

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *