Spread the love

মোবাইলের ব্যাটারি বারং বার ফুলে যাচ্ছে? জেনে নিন কি সমস্যা থেকে– Mobile Phone Battery Is Repeatedly Swollen? Find Out What The Problem Is

IMG_20220617_215401-1655483263583 মোবাইলের ব্যাটারি বারং বার ফুলে যাচ্ছে? জেনে নিন কি সমস্যা থেকে - Mobile Phone Battery Is Repeatedly Swollen? Find Out What The Problem Is

মোবাইলের ব্যাটারি ফুলে এবং ফেটে যাওয়ার গুরুত্বপূর্ণ কারণ জানুন।


বর্তমান স্মার্টফোনের যুগ । সবাই এই স্মার্টফোন এর ওপর বেচে আছে,, সবার হাতে হাতে ঘুরছে স্মার্টফোন। স্মার্টফোন ব্যবহারের সঙ্গে সঙ্গেই বেড়েছে স্মার্টফোনের নানান সমস্যা,, যেমন- ব্যাটারি ফুলে যাওয়া, ফেটে যাওয়ার মতো ঘটনা। ফোনের ব্যাটারি ফুলে যাওয়া বা ফেটে যাওয়ার এমন ঘটনা প্রায় আমাদের চোখে পড়ে।স্মার্টফোনের ব্যাটারি ফুলে যাওয়া বা ফেটে যাওয়ার কারণ কি হতে পারে, যেগুলি জানাব আজকে।


জেনে নিন কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ-


হাত থেকে ফোন বারংবার পড়ে যাওয়া

আমাদের হাত থেকে ফোন যদি বারবার পড়ে যায়, তখন ব্যাটারি ফিজিক্যালি কিছু ড্যামেজ হয়। যদি মনে হয় ব্যাটারি ঠিকঠাক নেই তখনই বদলে ফেলুন ব্যাটারি।

কম দামের চার্জার ব্যবহার

আপনার পুরোনো চার্জারটি নষ্ট হয়ে গেছে এবার আপনি একটা সস্তার চার্জার কিনে নিলেন। তবে এইসব সস্তার চার্জার থেকে সাবধান। এটি ফোন ব্লাস্টের অন্যতম কারণ। তাই কখনোই কম দামি চার্জার আনবেন না।

ফোনের ব্যাটারি ফুলে গেলে করণীয়


অতিরিক্ত চার্জ দেওয়া

আমরা অনেকেই সারারাত ফোন চার্জে বসিয়ে দিই। এটির ফলে ফোন ওভার হিটিং করে ও ব্যাটারিও ক্ষতি হয়। এর থেকে ব্যাটারিও নষ্ট হতে থাকে।

অতিরিক্ত গেম খেলা

ফোন গরম হওয়ার জন্য অন্যতম অতিরিক্ত গেম খেলা।। এই গেম এর জন্যে প্রসেসরের উপর চাপ পড়ে। এর ফলে ফোন গরম হয়ে ব্যাটারি ফেটে যেতে পারে।



অধিক সময় ফোন রোদে ফেলে রাখা

ফোনকে যদি অনেকক্ষণ রোদে ফেলে রাখেন তাহলে ফোন গরম হয়ে যেতে পারে। ফোনের স্ক্রিনে দীর্ঘক্ষণ সূর্যের আলো পড়লে ফোন গরম হয়। আপনার ফোনকে সুরক্ষিত রাখতে সূর্যের আলো থেকে দূরে রাখুন।

একটানা ইন্টারনেট চালানো


কয়েক ঘন্টা ধরে আপনি ইন্টারনেট চালাচ্ছেন মোবাইল কে একটু রেস্ট দিচ্ছেন না তবেও আপনার মোবাইল এর ব্যাটারী দ্রুত নষ্ট হয়ে যাবে।

রাত ফোন চার্জে রাখা যাবে না।

নানান অ্যাপ

মোবাইলে নানান ধরনের অ্যাপ রাখবেন না অকারণে,, আপনার যেটা দরকার অবশ্যই সেটি রাখবেন। এবং নানান অ্যাপ গুলো একসাথে অন (on) ফোন রেখে দিবেন না এতে দ্রুত আপনার ব্যাটারী ফুলে যাওয়ার সম্ভবনা আছে।

মোবাইলের ব্যাটারি বারং বার ফুলে যাচ্ছে, এর সমাধান জেনে নিন-


অতিরিক্ত ব্যবহার করবেন না।।একটানা ফোনের সব অপশন চালু রেখে মোবাইল চালানো যাবে না।

ফোনের ব্রাইটনেস সবসময় ফুল রাখা যাবে না।

পাওয়ার সেভ মোড ব্যবহার করতে হবে।

আপনার ফোনের ডে-ড্রিম ফিচারটি এনাবল থাকলে সেটি ডিসেবল করে রাখতে হবে।

একটানা গেমস খেলা, নেট ব্রাউজিং করা যাবে না।

ফোনের অনেক অ্যাপস একসঙ্গে চালু করবেন না। এতে ফোনের উপর প্রেসার পড়ে।

রোদ বা উত্তাপ হতে যতটা সম্ভব ফোনকে দূরে রাখতে হবে।




Tags – Technology

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *