Spread the love

2023 সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে কোন ভারতীয় চলচ্চিত্র


69th National Film Awards : বৃহস্পতিবার 69তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছে। গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি ছবির জন্য অভিনেত্রী আলিয়া ভাট এবং মিমি ছবির জন্য কৃতি স্যানন সেরা অভিনেত্রীর পুরস্কার (69th National Film Awards) পেয়েছেন। এছাড়াও পুষ্পের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন আল্লু অর্জুন। এছাড়াও Chailo শো সেরা গুজরাটি চলচ্চিত্র, 777 চার্লি শ্রেষ্ঠ কন্নড় চলচ্চিত্র হিসাবে পুরস্কার জিতেছে।


IMG_20230824_221217-1692895349947 2023 সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে কোন ভারতীয় চলচ্চিত্র

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত ছবির তালিকা ২০২৩

শের শাহ ছবিটি বিশেষ জুরির পুরস্কার (69th National Film Awards) পেয়েছে। কাশ্মীর ফাইলস পেয়েছে নার্গিস দত্ত পুরস্কার এবং আরআরআর সেরা কোরিওগ্রাফির পুরস্কার পেয়েছে। পল্লবী জোশি, কৃতি স্যানন এবং আলিয়া ভাট প্রথমবারের মতো এই পুরস্কার (69th National Film Awards) পেয়েছেন।


2023 সালের শ্রেষ্ঠ অভিনেতার জাতীয় পুরস্কার কে পেয়েছেন


ক্যারিয়ারের প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতলেন তেলুগু অভিনেতা আল্লু অর্জুন। ২০২১ সালে মুক্তি পাওয়া পুষ্পা: দ্য রাইজের জন্য মর্যাদার এ পুরস্কার পেলেন তিনি। আল্লু অর্জুন এই পুষ্পা করে দর্শকের মনে অনেকটা জায়গা করে নিয়েছে।। অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন আলিয়া ভাট। গাঙ্গুবাই কাঠিয়াওয়ারিতে দুর্দান্ত অভিনয়ের জন্য তিনিও প্রথমবার এ সম্মানজনক পুরস্কার জিতলেন।


সেরা ভারতীয় চলচ্চিত্র পুরস্কারের নাম কি


তেলুগু ইন্ডাস্ট্রির জন্য অনেক বড় ব্যাপারই বটে। এই ইন্ডাস্ট্রির আর কোনো অভিনেতা আগে কখনো জেতেনি এই পুরস্কার। সেই হিসেবে ইতিহাসই গড়লেন আল্লু। এতে সকলে খুশি….!!


National Film Awards 2023: সেরা মাধবন, আল্লু, আলিয়া! জাতীয় পুরস্কার জয়ী ‘দ্য কাশ্মীর ফাইলস’


এদিকে, মিমির জন্য সেরা পার্শ্ব-অভিনেতার পুরস্কার পেয়েছেন পঙ্কজ ত্রিপাঠি। দ্য কাশ্মীর ফাইলসের জন্য সেরা পার্শ্ব-অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন পল্লবী যোশি।



Tags – Cinema, Award

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *