Spread the love

শনি দেবতাকে সকলে ভয় পান,, ইনি খুবই রাগী।। শনি হলেন কর্মফলের দেবতা। যে যেমন কাজ করে, তাকে তেমন ফল দেন শনি। শনির রাগ বড় ভয়ানক বলে শনিকে সবাই ভয় পান। ভালো কাজ করলে শনির আশীর্বাদে জীবনে শুভ সময় আসে। প্রতি শনিবার শনির পুজো করলে তাঁকে প্রীত করা যায়। বিশেষ করে যারা শনি বাড়ে জন্ম। এদের শনির পুজো করা একান্ত প্রয়োজন।

শনির সাড়ে সাতি থেকে মুক্তির উপায়

আজ আমরা আপনাদের জানাবো শনিবার রাতে কোন কোন কাজ করলে শনিদেব প্রসন্ন হন এবং তাঁর অশুভ দৃষ্টি কেটে শুভ দৃষ্টি আমাদের উপর পড়ে।

** ধুনো শনিদেবের অত্যন্ত প্রিয় বলে মনে করা হয়। ধুনো জ্বালালে শনি প্রীত হন। তাই শনিবার রাতে ধুনো জ্বালালে তিনি আপনার উপর সন্তুষ্ট হন। ঘরে বাইরে সব জায়গায় ধুনো দেখান।।

** শনিবার সন্ধেয় কোনও শনি মন্দিরে গিয়ে সর্ষের তেলের প্রদীপ জ্বালান। সেই তেলে একটু তিল মিশিয়ে নিন। এর ফলে শনিদেব প্রীত হবেন এবং আপনার উপর থেকে কুদৃষ্টি সরিয়ে নেবেন।

** কলো কুকুরকে শনির প্রতিনিধি বলে মনে করা হয়। শনিবার সন্ধেয় কালো কুকুরকে অবশ্যই খাবার খাওয়ান।

শনির দশার লক্ষন

**আপনি চাইলে শনিদেবকে লাল চন্দন নিবেদন করতে পারেন। এতে শনিদেব শান্ত হবেন এবং অশুভ প্রভাবও দূর হবে।

** দরিদ্র ও অভাবীদের সহায়তা করুন– দরিদ্র ও অভাবী মানুষকে সাহায্য করলে শনি দেব সন্তুষ্ট হন। পাশাপাশি শনিবারে ক্ষুধার্ত মানুষকে খাবার দান করুন, শনিদেব খুশি হবেন।।

এই সহজ প্রতিকারে মুক্তি মিলবে শনির কুদৃষ্টির ওপর থেকে

**শনি মন্ত্র জপ করুন– শনি মন্ত্র জপ করলে আপনার জীবনে ইতিবাচকতা এবং সমৃদ্ধি আসতে আসবে। আপনার কপাল থেকে সব বাধা কেটে যাবে।।

** শনিবারে শনি পুজা করেন,, অল্প উপকরণঃ ও ফুল দিয়ে এই পূজা সম্পুর্ণ হয়।।

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *