Spread the love

Diwali Trending Fashion Tips 2023 : বিশ্বজুড়ে পালিত হবে আলোর উৎসব দীপাবলি। আর আলোর উৎসব মানেই নিজেকে আলোকিত করে তোলা।।

বাঙালির পুজো-পুজো ভাবে কোনও খামতি যেনো না হয় ….পাল্লা দিয়ে চলে খানাপিনা, রূপচর্চা, পোশাকআশাক নিয়ে মাতামাতি।

তাই আজ আলোচনা করবো দীপাবলীর সাজসজ্জা নিয়ে …..

শাড়ি নাকি কুর্তি – দীপাবলিতে সেজে উঠুন এভাবে

তবে দীপাবলির চমকদার সাজের ভিড়ে বাংলার ঘরের শাড়ি থাকবে না এটা কি করে হয় —-উৎসবের মরশুমে অন্য রকম কে না সাজতে চায়! তবে সিফন, জর্জেট আর স্বচ্ছ নেটের শাড়ি ও পোশাকের ভিড়ে নিজেকে নজর কাড়া সাজাতে চাইলে এই বছর মন দিন সুতির শাড়ি ও পোশাকের দিকে।

দীপাবলিতে যেমন সাজবেন মেয়েরা? রইল কিছু সহজ টিপস

সারা বছর তো মোটামুটি পশ্চিমি পোশাকেই কাটে, কালী পুজোর রাতে না হয় একটু দেশি পোশাক পরলেন। তবে আপনি যদি শাড়ি পরতে একেবারেই কমফোর্টেবল না হন, সেক্ষেত্রে বেছে নিন এই ধরনের লং কুর্তি। পকেট থাকবে। ঘেরওয়ালা পোশাক। ফলে অন্যরকম স্টাইল স্টেটমেন্ট।

সফট সিল্কের লেহঙ্গা চোলি বেছে নিতে পারেন দীপাবলির ফ্যাশনের জন্য। শাড়ির বদলে এই পোশাকও যথেষ্ট ঐতিহ্যশালী। একটি আলাদাই লুক দেবে।।

আরোও পড়ুন,

হাল্কা সাজেই সেজে উঠুন দীপাবলীর সেরা বিউটি কুইন – Diwali Trending Dress 2023

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *