Spread the love

Homemade face pack for glowing skin : ত্বকের ঠিকঠাক যত্ন না নিলে, ত্বকের সমস্যায় ভুগতে হবে। সূর্যের তাপে, ধুলো-ময়লা -দূষণ, কম ঘুম, মেকআপ এবং সেই সঙ্গে বাইরের খাবার খাওয়া, এই সবের কারণে ত্বকে উপর অত্যন্ত খারাপ প্রভাব পড়ে।

যার ফলে ব্রণ, রোদে পোড়া, ট্যানিং এবং আরও অনেক সমস্যা দেখা দেয়। তাই এই শীতকালে স্কিনকেয়ার পদ্ধতিতে আপনাকে অবশ্যই ভালো মানের ফেসপ্যাক যোগ করতে হবে। সেই সঙ্গে রাতারাতি উজ্জ্বল ত্বক পেতে, বাড়িতেই বানাতে পারেন এই ফেসপ্যাকগুলি।

১/ টমেটো, দই ও লেবুর ফেসপ্যাক–একটি টমেটোর মিশ্রণ, এক চামচ টক দই এবং কয়েক ফোঁটা লেবু যোগ করুন। এবার এই মিশ্রণ তৈরি করে মুখে লাগান। এক বা দু’মিনিটের জন্য বৃত্তাকার গতিতে ম্যাসাজ করুন। আপনার মুখে মাস্কটি আরও ১০ মিনিটের জন্য রেখে, এরপরে জল দিয়ে ধুয়ে ফেলুন। অ্যান্টি-অক্সিডেন্টের গুণাগুণে সমৃদ্ধ টমেটো প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট হিসেবে কাজ করে। এটি লোমকূপ শক্ত করতেও সাহায্য করে এবং একটি ভাল টোনার হিসেবে কাজ করে।

glowing skin tips bangla

২/ মুলতানি মাটি ও গোলাপজলের ফেসপ্যাক–সামান্য গোলাপ জলের সঙ্গে মিশিয়ে মুলতানি মাটির একটি প্যাক তৈরি করে লাগান। প্যাকটি শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন। মুখ ছাড়া, গলা, পিঠ, হাত ও পায়েও আপনি এই প্যাক লাগাতে পারেন। সূর্যের ক্ষতির বিরুদ্ধে লড়াই করতে দুর্দান্ত মুলতানি মাটি এবং এর শীতল প্রভাবও রয়েছে। আপনার ত্বকের টোনকেও সাহায্য করে এটি।

ki Khele Skin Glow Korbe

৩/ শসা ও মধুর ফেসপ্যাক— এই প্যাকটি তৈরি করা খুব সহজ। একটি শসা গ্রেট করে, এতে কিছুটা মধু যোগ করতে হবে। এরপর মিশ্রণটি মুখে লাগান এবং ১০ মিনিট পর ধুয়ে ফেলুন।মধুর ময়শ্চারাইজিং শসার শীতল প্রভাব আপনার ত্বকের সমস্যাগুলিকে দূরে রাখবে।

নিখুঁত ত্বক পাওয়ার উপায়

৪/ দুধের সর-বেসন এই ফেসপ্যাক —তৈরি করার জন্য ২ টেবিল চামচ বেসন নিন, ১ টেবিল চামচ দুধের সর নিন।।একটি পাত্রে এই প্রত্যেকটি উপকরণ মিশিয়ে নিন। সামান্য পরিমাণে জল যোগ করে একটি ঘন মিশ্রণ তৈরি করে নিন। এই পেস্ট আপনার মুখে লাগিয়ে নিন। গলায় এং ঘাড়েও লাগাতে পারেন। বেসন আপনার ত্বকের অতিরিক্ত তেল নিঃসরণ নিয়ন্ত্রণ করে। তাই আপনার তৈলাক্ত ত্বকে খুব সহজেই এই উপাদান ব্যবহার করতে পারেন। সপ্তাহে অন্তত ১ দিন ব্যবহার করতে হবে এই ফেসপ্যাক। এতেও উপকার পাবেন আপনি। বেসনের ফেসপ্যাক ব্যবহার করার পর ঠান্ডা জলে মুখ ধুয়ে নিতে হবে। এরপর টোনার এবং ময়শ্চারাইজার লাগিয়ে নিতে ভুলবেন না।

বেবি স্কিন পাবার উপায়

৫/ হলুদ, বেসন এবং গোলাপ জলের প্যাক—বেসন ত্বকের অতিরিক্ত তেল শুষে নিয়ে ত্বককে রাখে ব্যাকটেরিয়ামুক্ত এবং ব্রণ হওয়ার প্রবণতা হ্রাস করে। তাই ১ টেবিল চামচ হলুদ গুঁড়ো, ২ টেবিল চামচ বেসন, গোলাপ জল একসাথে মিশিয়ে নিন। প্যাক-টি ব্যবহারের আগে মুখটি জল দিয়ে ধুয়ে ফেলুন। তারপর পেস্ট-টি ত্বকে ব্যবহার করুন। ১০-১৫ মিনিট পর মুখ শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে এটি ত্বকের ব্রণ হওয়ার প্রবণতা হ্রাস করে। এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে।।

Read More,

Importance Of Physical Education – শারীরিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য

Fenugreek Benefits For Men – মেথি খাওয়ার নিয়ম ও উপকারিতা

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *