Spread the love

ত্বক ভালো রাখার জন্যে বছরের প্রতিটি সময়েই বিশেষ উপায়ে যত্ন নেওয়া উচিত। কিন্তু আবহাওয়া পরিবর্তনের সময়ে শীতকালে ত্বকের যত্ন নেওয়া বেশি প্রয়োজন ।। শীতে ধীরে ধীরে আবহাওয়া পরিবর্তন হচ্ছে। বাতাসে কমছে আর্দ্রতা। এই সময়ে কী ভাবে ত্বকের যত্ন নেবেন? ভাবছেন তো.??এই সময়ে বাতাসে আর্দ্রতার মাত্রার জন্যে তার প্রভাব পড়ে ত্বকের উপরেও। কিন্তু ত্বকের আর্দ্রতা যাতে কোনওভাবেই নষ্ট না হয়, সে দিকে তো খেয়াল রাখতেই হবে! তাই মেনে চলতে হবে কয়েকটি নিয়মও।

  • Winter Best Tonar For Dry Skin
  • Good Vibes Toner Benefits

শীতে ত্বকের পিএইচ-এর মাত্রাও হেরফের হতে পারে। ফলে ত্বক হঠাৎই রুক্ষ হয়ে উঠতে পারে কিংবা অতিরিক্ত তেলক্ষরণ হয়ে ত্বক তেলতেলে হয়ে যেতে পারে, এমন পরিস্থিতিতে নিয়মিত টোনার ব্যবহার করে ত্বকের এই সমস্যা রুখে দিতে পারেন আপনি! স্কিন টোনার আপনার ত্বকের পিএইচ মাত্রা ধরে রাখতে বিশেষ ভূমিকা পালন করে। দিনে দুবার টোনার লাগান। সকালে উঠে এবং রাতে শুতে যাওয়া আগে মুখ ক্লিনজিং করার পরে কটন প্যাডে সামান্য পরিমাণে টোনার নিয়ে মুখে লাগিয়ে নিন। ।।

টোনার অবশ্যই এমন ত্বকে ব্যবহার করতে হবে যা সম্পূর্ণ শুষ্ক বা সম্পূর্ণ ভেজা নয় কারণ সামান্য স্যাঁতসেঁতে ত্বক ত্বকে উপাদানগুলির অনুপ্রবেশে সহায়তা করে।শীতকালে আপনি Good Vibes Toner ব্যবহার করতে পারেন।। এই টোনারটি গোলাপের পুনরুজ্জীবিত বৈশিষ্ট্যের সাথে সমৃদ্ধ এবং আপনার ত্বকে হাইড্রেটিং পুষ্টির স্প্ল্যাশ যোগ করে। এটি ত্বকের গঠনকে সমান করে এবং অসম বা রুক্ষ ত্বকের গঠনকে মসৃণ করে। হাইড্রেশনের মাত্রা বৃদ্ধি আপনার ত্বককে মোটা এবং কোমল করে তোলে।।

গোলাপের নির্যাস ভিটামিন সি এবং ভিটামিন ই সমৃদ্ধ। এইভাবে, এটি আপনার ত্বককে পরম পুষ্টি এবং ময়শ্চারাইজেশন দিয়ে পাম্প করার সময় ত্বকের টোন এবং বর্ণ উজ্জ্বল করতে সাহায্য করে।ত্বকের পিএইচ লেভেলের ভারসাম্য বজায় রাখে।। গোলাপ প্রকৃতিতে অ্যাস্ট্রিঞ্জেন্ট যা অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্যে সমৃদ্ধ।

কীভাবে ব্যবহার করবেন: আপনার মুখ পুঙ্খানুপুঙ্খভাবে পরিষ্কার করুন। একটি তুলোর বলে অল্প পরিমাণে টোনার স্প্রে করুন এবং আলতো করে আপনার সারা মুখে লাগান ।।টোনারকে আপনার ত্বকে শোষিত হতে দিন ,,কটন প্যাড টোনারে ভিজিয়ে মুখে লাগিয়ে নিতে পারেন, পাশাপাশি মুখে স্প্রে-ও করতে পারেন। এতেই উপকার পাবেন। সপ্তাহে প্রতিদিন দিনে দুবার করে এই উপাদান আপনার মুখে লাগান।

Read More,

Government Issues High-Risk Alert For Samsung Users : স্যামসাংয়ের ফোন ইউজ করছেন? যেকোনো সময় হ্যাক হতে পারে,সতর্ক করল কেন্দ্র

Winter Hair Care Tips At Home: শীতে চিরুনি করলেই এক গাদা চুল উঠছে? চুল পড়া বন্ধ হবে ৭ দিনে! দেখুন টোটকা

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *