Spread the love

Winter skin care routine for dry skin at home : শীত এলো চলে,,,,,(Winter Season)। ঠান্ডা হাওয়ার জৌলুস হারাচ্ছে ত্বক (Dry Skin)। ত্বক হয়ে পড়েছে খসখসে, নিস্তেজ।

হাত ও পায়ের ত্বকে টান-টান ভাব, ঠোঁট ফাটার প্রবণতাও শুরু হয়ে গিয়েছে। শীতের সময় ত্বকের যত্নের রুটিনে (Skin Care Routine) পরিবর্তন আনা দরকার। তাহলে ত্বক থাকবে সুন্দর….শীতের দিনে ত্বকে হাইড্রেটেড ও প্রাণবন্ত রাখবেন কীভাবে, দেখুন —-

(শীতে মুখ ফর্সা করার উপায় )

শীতের সময়, ফেনা-যুক্ত ক্লিনজার ব্যবহার একদম করবেন না….. তার পরিবর্তে নিম বা এলোভেরা ক্লিনজার ব্যবহার করুন। এগুলি ত্বক যেমন পরিষ্কার করে, তেমনি ত্বককে হাইড্রেটেডও করে। ত্বকের আর্দ্রতা বজায় রাখার পাশাপাশি ত্বকের তৈলাক্ত ভাবকে কখনও মুছে দেয় না।

এই উপায় ফলো করুন শীতকালে পেয়ে যান তেলতেলে ত্বক

ময়েশ্চারাইজারশরীরের তুলনায় মুখের ত্বকে কম তেলগ্রন্থি থাকে, তাই ডিহাইড্রেশনের সম্ভাবনা সবচেয়ে বেশি হয়। ল্যানোলিন, শিয়া বাটার, পেট্রোলিয়াম জেল, যুক্ত ময়েশ্চারাইজারগুলি এই আবহাওয়ায় ব্যবহার করুন।হ্যান্ড ক্রিম কাছেই রাখুনপ্রতিবার হাত ধোওয়ার পর, আর্দ্রতা ফিরে পেতে নন-গ্রিসি হ্যান্ড ক্রিম ব্যবহার করুন।

শীতে ত্বকে উজ্জ্বলতা বৃদ্ধির উপায়

জোজোবা তোল, শিয়া বাটার -যুক্ত হ্যান্ড ক্রিম ব্যবহার করলে হাত থাকবে সুন্দর, মসৃণ ও কোমল।।।মুখ ক্লিনজিং করার পরে মুখে টোনার লাগান। তাহলে ত্বকের পিএইচ-এর ভারসাম্যও বজায় রাখবে।

শীতে ত্বকের শুষ্কতা দূর করার উপায়

টোনার লাগানোর পরে মুখে হাইড্রেটিং ফেস সিরাম লাগান। এটি আপনার ত্বকের কোলাজেন উৎপাদন বাড়াবে। সেই সঙ্গে ত্বক টানটান রাখতে সাহায্য করবে।

শীতে ত্বকের যত্নে ঘরোয়া উপায়

ঠোঁটের যত্নশীতকালে ঠোঁটের যত্ন নেওয়াও জরুরি। কারণ এই সময় ঠোঁট ফেটে যায়। এক্ষেত্রে শুষ্ক ঠোঁট ফাটার সমস্যা থেকে মুক্তি পেতে লিপবাম ব্যবহার করতে পারেন।

নাইট ক্রিম—-শীতের দিনে রাতে ঘুমানোর আগে নাইট ক্রিম লাগান। এটি ত্বককে কোমল এবং উজ্জ্বল রাখবে।

আরোও পড়ুন,

Women Woolen Scarf For Winter : শীতকালে উলের স্কার্ফ নিয়ে নিজেকে দ্বিগুণ স্টাইলিস্ট করে তুলুন

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *