Spread the love

আমরা সকলে কোরিয়ানদের মতো জেল্লাদার ত্বক চাই,, কিনতু সেটা হয়ে ওঠে না,, আপনার আমার দুজনের মণের মধ্যে‘ একি প্রশ্ন ঘরে এই জেল্লার প্রকৃত রহস্যটি ঠিক কী?’ এর উত্তরটি হল ত্বকের প্রপার যত্ন’। কিনতু জানেন কি কোরিয়ানদের স্কিনকেয়ারের নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে। সেই অনুযায়ী যত্ন নিলে তাদের মতো চিরতরুণ লাবণ্যের অধিকারী হতে পারেন,, এছাড়া এমন প্রাণবন্ত ও উজ্জ্বল ত্বকের যত্ন নেওয়ার পাশাপাশি তাদের জিনেও রয়েছে এমন সৌন্দর্য হওয়ার মূলমন্ত্র। সকালে ঘুম থেকে উঠে এবং রাতে শুতে যাওয়ার আগে সঠিক নিয়ম মেনে ত্বকের যত্ন নিলেই মিলবে উপকার।

IMG_20240328_114837-1711607753374-edited Korean Skin Care Routine: কোরিয়ানদের ত্বকের যত্নের রুটিনের রহস্য জানেন!

১) সকালে উঠে প্রথমে মুখ পরিষ্কার করে নিন। কিন্তু এক্ষেত্রে আপনাকে অন্য একটি নিয়মও মানতে হবে। সেটি হলো ত্বকের ধরন অনুযায়ী কোনও ক্লিনজার বা ফেসওয়াশ ব্যবহার করবেন ,, বিশুদ্ধ জল আপনার ত্বকের অন্দর থেকে টক্সিন বের করে দেবে। সেই সঙ্গে আপনার ত্বকের আর্দ্রতাও ধরে রাখবে।

কোরিয়ান ত্বকের যত্নের রুটিন

২) এরপর সিরাম ও টোনার লাগাতে ভুলবেন না। এটি মাস্ট। আপনার ত্বকের একাধিক সমস্যার নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা নেয়। সিরামে রয়েছে বিভিন্ন অ্যান্টি-এজিং উপকারিতা। আপনার ত্বকের কালো দাগছোপ মলিন করতেও বিশেষ ভূমিকা পালন করে। হাতের তালুর সাহায্যে ধীরে ধীরে মালিশ করুন। উপকার পাবেন।

কোরিয়ান স্কিন কেয়ার রুটিন

IMG_20240328_114745-1711607753138-edited Korean Skin Care Routine: কোরিয়ানদের ত্বকের যত্নের রুটিনের রহস্য জানেন!

৩) এখন তো গরম তাই রোদের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি থেকে ত্বককে রক্ষা করার জন্যে সানস্ক্রিন ব্যবহার করতে হবে,, পরিমাণ মতো সানস্ক্রিন মুখে, হাতে লাগিয়ে নিন। রোজের স্কিনকেয়ার রুটিনে জেল বেসড বা ওয়াটার বেসড ময়শ্চারাইজার ব্যবহার করুন।

১০ টি স্কিন কেয়ার কি প্রয়োজন

৪) এক্সফোলিয়েটবাইরের ধুলো বালির জন্য ত্বকের ওপর একটি নোংরা আস্তরণ দেখা যায়,, তাই 2-3 বার এক্সফোলিয়েট করা ত্বকের টোন এবং টেক্সচার উন্নত করতে সাহায্য করে এবং এইভাবে মৃত ত্বকের কোষগুলিকে অপসারণ করে।

কোরিয়ান স্কিন কেয়ারে কত টোনার ব্যবহার করা উচিত

৫) ত্বকের ম্যাসাজত্বকের স্তরগুলির চারপাশে রক্ত সঞ্চালন বৃদ্ধি করতে ও ত্বককে সুস্থ , উজ্জ্বল রাখার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ উপায় হল ম্যাসাজ করা. ফেসিয়ালের মাধ্যমে ত্বকের একটা আলাদাই গ্লো আসে। বেশিসময় ধরে না হলেও অল্প সময়ের মধ্য়ে ম্যাসাজ করলে ফল পাওয়া যায় দ্রুত।

৬) ক্রিম বা লোশন ব্যবহার করার পর ভ্রু, নাকের চারপাশ, গলা, ঘাড়, মুখের পাশে বৃত্তাকার ভাবে ম্যাসাজ করুণ,, ম্যাসাজ করলে ছিদ্রপথে যেমন সিরাম প্রবেশ করে, তেমনি ত্বকে রক্ত সঞ্চালনের বাড়িয়ে আরও সতেজ ও প্রাণবন্ত করে তোলে।

আরোও পড়ুন,

5 Benefits Of Coconut Oil: নারকেল তেল দিয়ে ত্বক ও চুলের যত্ন

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *