Spread the love

এই ব্যাস্ত দিনে ত্বকের যত্ন নেওয়ার সময় কারোর হয়না,,, তাই ত্বকের খেয়াল রাখতে অনেকে শিট মাস্ককে বেছে নেয়। শিট মাস্ক ব্যবহার করলে ত্বকের একটা তাৎক্ষণিক উজ্জ্বলতা আসে। পাশাপাশি ত্বক হাইড্রেটেড থাকে এবং আগের চেয়ে অনেক বেশি কোমল হয়ে যায়। কাজের ফাকে সপ্তাহে একদিন শিট মাস্ক ব্যবহার করে দেখতে পারেন,,, এছাড়াও শিট মাস্ক ব্যবহার করে কি কি উপকারিতা পাবেন দেখে নিন……

IMG_20240327_202351-1711551255970-edited Sheet Mask: গরমে ত্বক সতেজ রাখতে ব্যবহার করুন শিট মাস্ক

ত্বকের যত্নে কোন শিট মাস্ক ভালো

** শিট মাস্কের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এটি আপনার ত্বককে ফ্রি র‍্যাডিকেলের হাত থেকে রক্ষা করে। এতে বলিরেখা, দাগছোপের মতো সমস্যা হবে না। দূষণ, ধুলোবালি ত্বকের বারোটা বাজিয়ে দেয়। ত্বকের স্বাস্থ্য ফিরিয়ে আনতে সাহায্য করে শিট মাস্ক। ত্বককে পুষ্টি জোগায় এবং ত্বকের কোমলতা ফিরিয়ে আনতে সাহায্য করে শিট মাস্ক।

** ব্রণর সমস্যা কমিয়ে দেয় শিট মাস্ক। শিট মাস্ক ব্যবহারের ফলে ত্বকের দাগ দূর হয়,, এটি তেল নিঃসরণ ও ব্রেকআউটকে নিয়ন্ত্রণে রাখে। এতেই ব্রণর সমস্যা কমে। বাজারে বিভিন্ন ধরনের শিট মাস্ক পাওয়া যায়। ত্বকের ধরন অনুযায়ী শিট মাস্ক বেছে নেওয়া দরকার।

তৈলাক্ত ত্বকের তেলতেলে ভাব দূর করার ফেস মাস্ক

** শিট মাস্কের সিরামের পরিমাণ অনেক থাকে ,,এতটাই বেশি যে শুধু মুখে ব্যবহার করলেও তা শেষ হয় না। এতে স্কীন গ্লো হয়,,, শিট মাস্কের উপকারিতা পেতে প্রয়োজনের চেয়ে বেশি সময় ধরেও অনেকে শিট মাস্ক মুখে লাগিয়ে রাখে। এতে আসলে অতিরিক্ত সময় ধরে শিট মাস্ক ব্যবহার করলে এটি শুষ্ক হতে থাকে। তখন ওই শিট মাস্ক আবার ত্বক থেকে আর্দ্রতা কেড়ে নিতে শুরু করে। শিট মাস্ক থেকে যে ভিটামিন ও মিনারেল ত্বক পেয়েছিল সেটা আবার হারিয়ে যায়।

গরমের বেস্ট শিট মাস্ক

** ডিটক্স: আপনার ত্বক প্রতিদিনের ধুলোবালিতে কঠোর পরিবেশগত উপাদানের শিকার হয়। এই টক্সিনগুলি ত্বকের গভীরে তাদের পথ তৈরি করে এবং আপনার ছিদ্রগুলিকে আটকাতে পারে। একটি ডিটক্সিফাইং শিট মাস্ক এই ছিদ্রগুলিকে বন্ধ করতে সাহায্য করে এবং ত্বক থেকে সমস্ত দূষণকারীকে বের করে দেয়।

IMG_20240327_202340-1711551256406-edited Sheet Mask: গরমে ত্বক সতেজ রাখতে ব্যবহার করুন শিট মাস্ক

এর জন্য ব্যবহার করতে পারেন গার্নিয়ার চারকোল সিরাম শীট মাস্ক,,, এটি আটকে থাকা ছিদ্রগুলি পরিষ্কার করে দেয়,,, আপনার ত্বককে ডিটক্স করে। বিশুদ্ধ চারকোল শীট মাস্কে কালো শৈবালের নির্যাস রয়েছে যা আপনার ত্বককে প্রশমিত করে এবং হাইড্রেট করে।

শিট মাস্ক এর উপকারীতা

গরমে আপনার ত্বক তার স্বাভাবিক আভা এবং উজ্জ্বলতা হারায় এবং অলস দেখায়। একটি উজ্জ্বল শীট মাস্ক ক্লান্ত ত্বকে নতুন জীবন ঢোকানোর মাধ্যমে উপকারী, সন্ধ্যায় ত্বকের স্বর আউট করে এবং একটি নিস্তেজ বর্ণকে উজ্জ্বল করে। আপনার ত্বক উজ্জ্বল করতে ভিটামিন সি সিরাম শীট মাস্ক ব্যবহার করে দেখতে পারেন । লেবু এবং ভিটামিন সি দিয়ে মিশ্রিত, ব্রাইট কমপ্লিট সিরাম শীট মাস্ক নিস্তেজ ত্বককে উজ্জ্বল করে।।

কতদিন পর পর মাস্ক ব্যবহার করা উচিত?

ত্বকের যত্নের রুটিনে সপ্তাহে একবার বা দুবার ফেস মাস্ক ব্যবহার করতে পারেন,, এটি অতিরিক্ত তেল পরিষ্কার করে, হাইড্রেশনের একটি বেস লেয়ার সরবরাহ করে ও ত্বককে সতেজ করে তুলতে সাহায্য করে।

আরোও পড়ুন,

গরমে সুস্থ থাকার জন্য কি কি ফল পাতে রাখা উচিৎ

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *