Spread the love

হোলি মানেই রং খেলা! সারা বছর এই দিনের অপেক্ষা করেন অনেকেই। কারন এই দিনে সকলের দুঃখ ভুলে রং-বেরঙের আবির কেনেন হোলি খেলবেন বলে। তবে বাজার থেকে কেনা আবিরে মারাত্মক রাসায়নিক থাকে। এই সব রং ত্বক ও চুলের ভীষণ ভাবে ক্ষতি করে। আবির খেলার পর ব়্যাশ, চুলকানি দেখা দেয় অনেকেরই। এমনকী চোখেও সমস্যা দেখা দিতে পারে। সেক্ষেত্রে হোলি খেলে ত্বকের যত্ন কীভাবে নেবেন দেখুন —

IMG_20240326_192346-1711461249043 Ways To Remove Holi Colors|ত্বক থেকে হোলির রং দূর করার উপায়

হোলির রং তোলার উপায়

১) হোলি খেলার পর ত্বক অনেক রুক্ষ হয়ে যায়,,, তাই মুখে বেশি করে নারকেল তেল, অলিভ অয়েল মেখে নিতে পারেন। গায়েও তেল মেখে নিতে পারেন। তাতে ত্বকের ক্ষতি মেরামত হবে এবং রং ধীরে ধীরে উঠে যাবে।

২) তবে মুখে ব্রণ থাকলে তেল মাখতে যাবেন না। এতে আরও ক্ষতি হতে পারে। তার পরিবর্তে মশ্চারাইজার ব্যবহার করুন।

আরোও পড়ুন,

রং খেলে ত্বক রুক্ষ হয়ে গেছে? ত্বককে ময়েশ্চারাইজ করবেন যেভাবে

চুল থেকে হোলির রং বের করার উপায়

৩) রং খেলার পর রোদে যাওয়ার আগে অবশ্যই সানস্ক্রিন মেখে নিবেন। এতে ত্বকের ক্ষতি কম হবে এবং ত্বক শুকিয়ে যাবে না।

৪) মুখের জন্য: সাবান বা ফেস ওয়াশ দিয়ে মুখ ঘষবেন না,, ফেস প্যাক মুখে লাগিয়ে রাখুন। এতে রং যেমন উঠবে তেমনই খারাপ রং থেকে ত্বকের ক্ষতি হলে তাও রক্ষা করবে এই প্যাক।

দোলের রং দূর করার সহজ উপায়

IMG_20240326_192225-1711461249629-edited Ways To Remove Holi Colors|ত্বক থেকে হোলির রং দূর করার উপায়

তৈলাক্ত ত্বক হলে বেসন দিয়ে প্যাক তৈরি করুন। এটা মুখে লাগিয়ে রাখুন। জল দিয়ে ধুয়ে ফেলুন। অতিরিক্ত শুষ্ক ত্বক হলে মুলতানি মাটি,দুধ, মধু মিশিয়ে ১০ মিনিট মুখে অ্যাপ্লাই করলে রং উঠবে তাড়াতাড়ি।

৫) শরীরের জন্য: জল দিয়ে ধোওয়ার পর টমেটো ও পেঁপের প্যাক সারা শরীরে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ঘষে ঘষে ধুয়ে ফেলুন।

ঘরোয়া ফেসপ্যাকে দূর করুন হোলির রং

৬) এই সময় ফেসিয়াল না করাই ভালো,, সর্বদা একটি ক্রিম বা মুখের তেল দিয়ে হালকা পরিষ্কার করার প্রক্রিয়া বেছে নিন, তবে সাবান দিয়ে সরাসরি রঙটি ঘষবেন না।

আরোও পড়ুন,

রং খেলে অতিরিক্ত চুল পড়ছে? রোধে কী করবেন?

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *